|
|
|
|
কালনায় লাইনের ধার থেকে উদ্ধার মা ও দুই মেয়ের দেহ |
নিজস্ব সংবাদদাতা ²কালনা |
রেললাইনের ধার থেকে এক মহিলা ও তার দুই কন্যা সন্তানের দেহ উদ্ধার করল পুলিশ। কালনা ২ ব্লকে পূর্ব সাতগাছিয়া পঞ্চায়েত সংলগ্ন বন্দেবাজ এলাকায়। জ্যোৎস্না বারিক (২৩) এবং তাঁর দুই মেয়ে সুজাতা (৮) ও অঞ্জলির (২) বাড়ি রেললাইন থেকে কিলোমিটার দেড়েক দূরে মেদগাছি গ্রামের পাইকপাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে কালনা জিআরপি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্বামী টিঙ্কু বারিক কাজে বেরিয়ে যাওয়ার পরেই জ্যোৎস্নাদেবী দুই সন্তানকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন। |
|
ঘটনাস্থল। রবিবার তোলা নিজস্ব চিত্র। |
প্রতিবেশীরা জানিয়েছেন, মেয়েদের খিদে পাওয়ায় কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে আসেন তাঁরা। এর পরে দুপুরের দিকে তাঁদের আবার এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। স্থানীয়রা জানিয়েছেন, জ্যোৎস্নাদেবী তাঁদের জানান, দুই মেয়েকে নিয়ে চিকিৎসকের কাছে যাচ্ছেন তিনি। বিকেলে ব্যান্ডেল-হাওড়া রেললাইনের কাছে তাঁদের দেখা যায়। সন্ধ্যায় একটি হাওড়াগামী লোকাল ট্রেন যাওয়ার পরেই রেললাইনের আশপাশে তিনটি দেহ পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। রাতে জিআরপি-র কালনা শাখা দেহগুলি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা স্বপন রাজবংশীর কথায়, “দুর্ঘটনার খবর শুনে আমরা টিঙ্কুকে চেপে ধরি। ও তখন জানায়, দিন তিনেক আগে ভাত খাওয়া নিয়ে স্ত্রীর সঙ্গে ওর ঝামেলা হয়েছিল।”
জ্যোৎস্নাদেবীর বাপের বাড়ি পূর্বস্থলী থানার মেড়তলা এলাকায়। খবর শুনে সেখান থেকে অনেকেই কালনা মহকুমা হাসপাতালে চলে আসেন। জ্যোৎস্নাদেবীর জামাইবাবু অরুণকুমার রাজবংশীর অভিযোগ, “বছর সাতেক আগে জ্যোৎস্নার বিয়ে হয়েছিল। ওর স্বামীর মদ আর জুয়ার নেশা ছিল। বিবাহ বহির্ভূত সম্পর্কও ছিল। এ সব নিয়ে ওদের প্রায়ই অশান্তি হত।”
টিঙ্কুবাবু অবশ্য এ সব অভিযোগ স্বীকার করেননি। |
|
|
|
|
|