সিপিএমের কার্যালয় ভাঙচুর |
নিজস্ব সংবাদদাতা ²মন্তেশ্বর |
সিপিএমের একটি পার্টি অফিসে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্তেশ্বরের কুসুমগ্রামে। তৃণমূলের পাল্টা অভিযোগ, কুসুমগ্রামের সিপিএমের ওই কার্যালয়ের কাছে বোমা ভর্তি ব্যাগ নিয়ে এক সিপিএম কর্মীকে দেখতে পেয়েই সাধারণ মানুষ কার্যালয়ে চড়াও হন। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে রসিদ শেখ নামে এক তৃণমূল নেতার বাড়িতে একটি বোমা ফাটানো হয়। পরের দিন সকালে এক সিপিএম কর্মীকে ওই কার্যালয়ের কাছে ব্যাগ ভর্তি বোমা নিয়ে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। |
|
ভাঙচুরের পরে। নিজস্ব চিত্র। |
এর পরেই ওই কর্মী-সহ কার্যালয়ের আরও কয়েক জনকে তাড়া করেন স্থানীয়রা বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সিপিএমের কার্যালয়ে ভাঙচুর চালান কিছু লোক। রবিবার দুপুরে বিষয়টি নিয়ে মন্তেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সিপিএম। সিপিএমের মন্তেশ্বর-১ লোকাল কমিটির তরফে জানা গিয়েছে, দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় দশ জন তৃণমূল কর্মী-সমর্থক জড়িত। পাশাপাশি সিপিএমের বিরুদ্ধে বোমাবাজি এবং বোমা রাখার অভিযোগও উদ্দেশ্যপ্রণোদিত। এই ঘটনায় সিপিএমের দুই কর্মীকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। কুসুমগ্রামের তৃণমূল নেতা রসিদ শেখ বলেন, “শনিবার রাতে আমার বাড়িতে সিপিএমের লোকেরা একটি বোমা ফাটায়। এ দিন ওদের কুসুমগ্রাম কার্যালয়ের সামনে ওদের এক কর্মীকে বোমা ভর্তি ব্যাগ নিয়ে দেখতে পেয়ে সাধারণ মানুষ ক্ষিপ্ত হন।” তাঁর দাবি, তৃণমূলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ জনতাকে না সামলালে কার্যালয়ে অগ্নি-সংযোগের ঘটনাও ঘটতে পারত। |
|