টুকরো খবর |
|
বেতন হয়নি |
নিজস্ব সংবাদদাতা ² কোচবিহার |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কোচবিহারের বহু স্কুলে মাস পয়লা বেতন পেলেন না শিক্ষকেরা। বুধবার ওই অভিযোগে কোচবিহারের জেলা স্কুল পরিদর্শকের দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল শিক্ষা সেলের সদস্যরা। তাঁদের অভিযোগ, মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা নষ্ট করতে চক্রান্ত করে এমন ঘটনা ঘটানো হয়েছে। ফলে ঢাংঢিংগুড়ি, রাজারহাট হাই স্কুল-সহ ৯টি স্কুলে এদিন শিক্ষকেরা বেতন পাননি। সংগঠনের সভাপতি নিরঞ্জন দত্ত বলেন, “৯টি স্কুলের নাম পেয়েছি। আরও বেশ কিছু স্কুলে বেতন হয়নি বলে জানতে পেরেছি। কাদের চক্রান্তে এমন হয়েছে সেটা জানতে বিক্ষোভ দেখানো হয়।” জেলার সহকারী স্কুল পরিদর্শক দেবাশিস ভট্টাচার্য বলেন, “সমস্ত স্কুলে সময়মতো চেক পাঠানো হয়েছে। স্কুলের কোনও সমস্যায় এমন হয়েছে কি না খোঁজ নিচ্ছি।”
|
এলাকার উন্নয়নে উদ্যোগী কারামন্ত্রী |
নিজস্ব সংবাদদাতা ² বালুরঘাট |
উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মাধ্যমে এলাকা ভিত্তিক উন্নতির উপরে জোর দিলেন বালুরঘাটের বিধায়ক, কারা ও অপ্রচলিত শক্তি মন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এলাকার গ্রামীণ ক্ষেত্রে সেচ, বিদ্যুৎ এবং পানীয় জলের উপরে গুরুত্ব দিচ্ছেন তিনি। বুধবার শঙ্করবাবু বলেন, “গৌতমবাবুর সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। এখন প্রকল্প তৈরির পালা।” এই কাজের জন্য নিজের এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন শঙ্করবাবু।
|
জেদের জয় |
নিজস্ব সংবাদদাতা ² বালুরঘাট |
দিনমজুরি করে কুপির আলোয় পড়ে এ বারে মাধ্যমিক পরীক্ষায় তাক লাগিয়ে দিয়েছে প্রতিবন্ধী ছাত্র মণি কিসকু। বালুরঘাটের বোয়ালদা গ্রাম পঞ্চায়েতের আধিবাসী অধ্যুষিত লক্ষ্মীনারায়ণপুর গ্রামের হতদরিদ্র খেতমজুর পরিবারের মেয়ে মণি। ওই গ্রাম থেকে এই প্রথম কেউ মাধ্যমিক পাশ করল। একাটনা আদিবাসী স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে মণি। তাঁর প্রাপ্ত নম্বর ৩৮০। গ্রামের জিতু টুডু, বুধু হেমব্রম, অর্জুন কিসকুরা বলেন, “আশপাশের গ্রামের কেউ কেউ মাধ্যমিক পাশ করেছে। আমাদের গ্রামে এই প্রথম ও মাধ্যমিক পাশ করল।” পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোটবেলায় অগ্নিকাণ্ডে মণির দুটি পা-ই পুড়ে যায়। ছোট এবং বাঁকা হয়ে পা নিয়েই ৩ কিমি দূরে কাটনা স্কুলে পড়াশোনা করতে যেত মণি। মণির একাগ্রতা দেখে এগিয়ে আসেন এলাকার যুবক বিজন দাস। পেশায় গৃহশিক্ষক বিজন বিনামূল্যে পড়াতেন মণিকে। ছাত্রীর সাফল্যে খুশি বিজনবাবু বলেন, “যে কঠিন পরিস্থিতির মধ্যে মণিকে পরীক্ষা দিতে হয়েছে সেটা অনেকে কল্পনাই করতে পারবেন না।” মণির চিন্তা একাদশে পড়াশোনার খরচ কোথা থেকে জোগাড় হবে। সে বলে, “এর পরে কী হবে জানি না।”
|
অভিযুক্ত পঞ্চায়েত |
নিজস্ব সংবাদদাতা ² বালুরঘাট |
গরিব চাষিদের বিনামূল্যে বিলির জন্য দেওয়া সরকারি মিনিকিট গুদামে ফেলে পচানোর অভিযোগ উঠেছে সিপিএম পরিচালিত বোল্লা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বুধবার তৃণমূলের নেতৃত্বে চাষিরা ওই গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, ফেব্রুয়ারিতে জেলা কৃষি দফতর থেকে দেড় কুইন্টাল ধানের বীজ ও কয়েক প্যাকেট সরষে বীজ চাষিদের বিতরণের জন্য দেওয়া হয়েছিল।
|
পাশে বিধায়ক |
মাধ্যমিকে কৃতী রায়গঞ্জের পশ্চিম কর্ণজোড়ার বাসিন্দা দুঃস্থ মুকুল মহম্মদের উচ্চ মাধ্যমিকে পড়ার দায়িত্ব নিলেন রায়গঞ্জের কংগ্রেস বিধায়ক মোহিত সেনগুপ্ত। কর্ণজোড়া হাই স্কুলের ছাত্র মুকুল মাধ্যমিকে ৫৮৮ পেয়েছে। তার বাবা খবির মহম্মদ পেশায় রিকশা চালক। মোহিতবাবু জানান, ওই ছাত্রকে প্রতি মাসে পড়াশোনা বাবদ তিনি এক হাজার টাকা দেবেন।
|
দলবদল |
কো-অর্ডিনেশন কমিটি ছেড়ে তৃণমূল ফেডারেশনে যোগ দিলেন দক্ষিণ দিনাজপুর সেটলমেন্ট কর্মচারি সমিতির প্রাক্তন জেলা সম্পাদক দিলীপ কুমার সাহা। বুধবার ঘটনাটি ঘটেছে বালুরঘাটে। এদিন ফরওয়ার্ড ব্লক নিয়ন্ত্রিত রেগুলেটেড মার্কেটিং কমিটির সদস্যরাও তৃণমূলে ফেডারেশনে যোগ দেন। |
|