সিপিএমের এক অসুস্থ নেতার চালকল থেকে মানুষের খুলি উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার বলরামপুরে। বুধবার ওই সিপিএম নেতা রাম সরকারের চালকল থেকে প্যাকেট করে রাখা নরখুলি উদ্ধার করেন এলাকারই কয়েকজন বাসিন্দা। দু’বছর ধরে শয্যাশায়ী ওই সিপিএম নেতার চালকল বিধানসভা নির্বাচনের পর থেকে বন্ধ করে রাখা হয়েছে। এলাকার তৃণমূল সমর্থকেরাই ওই চালকলে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ। তা নিয়ে বিবাদ মেটাতে এদিন এলাকায় সালিশি সভা হয়। সেখানে ওই সিপিএম নেতাকে ২ লক্ষ টাকা জরিমানাও করা হয়। কিন্তু ওই সিপিএম নেতার পরিবার টাকা দিতে রাজি হননি। তার পরেই নরখুলি উদ্ধারের ঘটনার পিছনে ‘ষড়যন্ত্র’ খুঁজে পেয়েছে সিপিএম। দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, “সবটাই তৃণমূলের চক্রান্ত। রামবাবুর মতো অসুস্থ নেতার মিলে তালা ঝুলিয়ে টাকা আদায় সম্ভব নয় বুঝেই চক্রান্ত করে উত্তেজনা ছড়ানো হচ্ছে।” ওই সিপিএম নেতার পরিবার সূত্রে জানা গিয়েছে, রামবাবুর ছেলে গোপাল ইদানিং মিল দেখাশোনা করতেন। এদিন সালিশি সভায় মিলের তালা খোলার ব্যবস্থা না-হওয়ায় বাড়িতে ফিরে আসেন। তার পরেই নরখুলি উদ্ধারের ঘটনা চাউর হলে কিছুলোক রামবাবুর বাড়ির সামনে বিক্ষোভও দেখান। বিক্ষোভকারীরা তৃণমূল সমর্থক বলে সিপিএমের অভিযোগ। তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “বিক্ষোভের ঘটনায় দলের কেউ জড়িত নয়। জরিমানার অভিযোগও ভিত্তিহীন। পুলিশ তদন্ত করলে স্পষ্ট হয়ে যাবে।” অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “চালকলে নরখুলি উদ্ধারের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” |