উত্তরবঙ্গের ছ’টি জেলার সামগ্রিক উন্নয়নের জন্য ‘রোড ম্যাপ’ তৈরি হচ্ছে। বুধবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী গৌতম দেব জানান, বিভিন্ন পেশার এবং সর্বস্তরের লোকজনের সঙ্গে পরামর্শ করে এবং তাঁদের সাহায্য নিয়ে ওই রোড ম্যাপ তৈরি হবে। ৭ জুনের মধ্যে সেই ম্যাপ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। গৌতমবাবু এ দিন জানান, সামগ্রিক উন্নয়নের রূপরেখা কী হবে তা নিয়ে আজ বৃহস্পতিবার শিলিগুড়িতে তিনি বিভিন্ন পেশার লোকের সঙ্গে বৈঠক করবেন। এই সংক্রান্ত পরের বৈঠক হবে জলপাইগুড়িতে। তিনি জানান, উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে তিনি এ দিন রাজ্যের উন্নয়ন ও পরিকল্পনা দফতরের মন্ত্রী মণীশ গুপ্তের সঙ্গে বৈঠক করেছেন। কী কী বিষয় প্রাধান্য পাবে উত্তরবঙ্গের ছ’টি জেলার উন্নয়নে। গৌতমবাবু এ দিন বলেন, “শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, কৃষি, পর্যটন-সহ সব বিষয়কেই গুরুত্ব দেওয়া হবে।” মন্ত্রী জানান, উত্তরবঙ্গ বলতে কেবল শিলিগুড়ি বা জলপাইগুড়ি নয়, কোচবিহার থেকে মালদহ এই ছ’টি জেলারই উন্নয়নের রূপরেখা তৈরি করছে তাঁর দফতর। গৌতমবাবু জানিয়েছেন, ওই রূপরেখায় উত্তরবঙ্গে সার্কিট বেঞ্চ গঠনের সুপারিশ, সেখানকার সচিবালয়ের রূপরেখার উল্লেখ থাকবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ মর্যাদা সম্পন্ন করার চিন্তাভাবনা রয়েছে। এ নিয়ে উচ্চশিক্ষা মন্ত্রীর সঙ্গে তাঁর এক দফা কথা হয়েছে বলে গৌতমবাবু দাবি করেন। এ ছাড়া, উত্তরবঙ্গে আইআইএম (জোকা)-এর ক্যাম্পাস, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালটিকে ‘এইমস’-এর ধাঁচে তৈরির পরিকল্পনাও থাকবে ওই রোড ম্যাপে। গুরুত্ব দেওয়া হবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বাড়ানোর উপরও। পাশাপাশি মন্ত্রী জানান, উত্তরবঙ্গে পর্যটন শিল্পের উন্নয়নে ‘কমিউনিটি ট্যুরিজম’-এর প্রসার চায় রাজ্য সরকার। এর ফলে গ্রামীণ এলাকার বাসিন্দারা বাড়তে আয়ের সুযোগ পাবেন। |