ইন্সপেক্টর অফ কলেজেস, ফিনান্স অফিসার ও ডেভলপমেন্ট অফিসার নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসুর দ্বারস্থ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে অধীন একাধিক কলেজের শিক্ষকরা। সোমবার মালদহ ও দুই দিনাজপুরের শিক্ষকরা লিখিত ভাবে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত তিন আধিকারিকের নিয়োগের তদন্তের দাবি করেছেন তাঁরা। ওই ঘটনায় অস্বস্তিতে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোপা দত্ত বলেন, “সরকারি সমস্ত নিয়ম এবং সিলেকশন কমিটির সুপারিশ মেনে যোগ্য ব্যক্তিদেরই বিশ্ববিদ্যালয়ের ওই তিনটি পদে নিয়োগ করা হয়। অনিয়ম হয়নি।” কলেজ শিক্ষকদের অভিযোগ, বর্তমান বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে নিজেই ইন্সপেক্টর অফ কলেজেস পদে আবেদন করেন। তাঁকেই ওই পদে নিয়োগ করা হয়। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে ইন্সপেক্টর অব কলেজেসের যোগ্যতা ১০ বছর শিক্ষকতা ও ৫ বছর উচ্চ পর্যায়ের প্রশাসনিক অভিজ্ঞতা থাকা প্রয়োজন বলে উল্লেখ করা রয়েছে। অভিযোগকারী শিক্ষকদের বক্তব্য, অপূর্ববাবুর শিক্ষাগত যোগ্যতা ৫ বছর ৩ মাস ১১ দিন, প্রশাসনিক অভিজ্ঞতা ২ বছর ৯ মাস ২৬ দিন। এই অবস্থায় কীভাবে তিনি নিয়োগ হলেন তা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সদুত্তর দিতে পারেননি বলে ওই শিক্ষকেরা দাবি করেছেন। শুধু তাই নয়, ২১ ফেব্রুয়ারি ইন্সপেক্টর অফ কলেজের ইন্টারভিউ কোনও কারণ ছাড়া বাতিল করা হয়। কোনও বিজ্ঞপ্তি ছাড়া পরের দিন ইন্টারভিউ নেওয়া হয় বলে অভিযোগ। পরের দিনই ওই পদে যোগ দেন অপূর্ববাবু। যোগদানের আগে অবশ্য রেজিস্ট্রার পদ থেকে পদত্যাগ করেন তিনি। দায়িত্ব নিয়ে ফের তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে যোগ দেন। এক সঙ্গে দুটি পদে কাজ করছেন তিনি। অপূর্ব বাবু বলেন, “সমস্ত নিয়ম মেনে বিশ্ববিদ্যালয় আমাকে আইসি পদে নিয়োগ করেছে।” বিশ্ববিদ্যালয় ফিনান্স অফিসার ও ডেভলপমেন্ট অফিসারের নিয়োগেও বেনিয়মের অভিযোগ এনেছেন শিক্ষকরা। তাঁদের অভিযোগ, যে ইন্টারভিউ বোর্ড মহম্মদ জাহির হোসেনকে ‘নট সুইটেবল’ বলে বাতিল করেছিল, কয়েক মাসের মধ্যেই ওই প্রার্থীকেই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসার হিসেবে নিয়োগ করা হয়। মাস খানেক আগে মালদহ ও দুই দিনাজপুরের কলেজ শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য, আচার্য্য তথা রাজ্যপাল এবং ইউজিসির চেয়ারম্যানকে অভিযোগ জানান। ব্যবস্থা না নেওয়ায় এবারে তারা উচ্চশিক্ষা মন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। |