রাতে গুদামের তালা খুলে মিড ডে মিলের চালু চুরির অভিযোগে এক প্রধান শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে মালদহের রতুয়ায় কুমারগঞ্জ জুনিয়ার বেসিক স্কুলে ঘটনাটি ঘটে। রাত সাড়ে ৯টা নাগাদ স্কুলে ঢুকে মিড ডে মিলের গুদাম থেকে ওই প্রধান শিক্ষক চালের বস্তা বার করেন বলে অভিযোগ। সাইকেলে চাপিয়ে ওই বস্তা নিয়ে যাওয়ার সময়ে বাসিন্দারা বমাল ধরে ফেলেন বলে দাবি করেছেন। মোট আড়াই বস্তা চাল আটক করা হয়। তার মধ্যে এক বস্তা চাল আটক করা হয় প্রধান শিক্ষকের বাড়ির পিছন থেকে। প্রধান শিক্ষককে ধরে সেখানেই বাসিন্দারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে প্রধান শিক্ষককে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। বুধবার প্রাথমিক শিক্ষা দফতরের তরফে অভিযোগ দায়ের করা হলে পুলিশ প্রধান শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত প্রধান শিক্ষকের নাম মহম্মদ নজরুল হক। আগামী জুলাই মাসেই তাঁর অবসর নেওয়ার কথা। সিপিএমের প্রাথমিক শিক্ষক সমিতির সক্রিয় ওই কর্মী এলাকায় সিপিএম নেতা হিসাবেও পরিচিত। সিপিএম এবং এবিপিটিএ’র অভিযোগ, প্রধান শিক্ষককে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। রতুয়া-২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা সিপিএমের রতুয়া জোনাল কমিটির সদস্য আবদুল কুদ্দুস বলেন, “প্রধান শিক্ষককে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। রাতে স্কুলের বারান্দায় কিছু গরিব মানুষ, ফকির ঘুমিয়া থাকেন। সে জন্যই প্রতিদিনই রাতে একবার তিনি স্কুলে ঘুরে যান। সেই সুযোগ কাজে লাগিয়ে গুদামের তালা ভেঙে চাল বার করে চুরির গল্প ফাঁদা হয়েছে বলে সন্দেহ হচ্ছে।” চাঁচলের মহকুমা পুলিস আধিকারিক সন্দীপ মণ্ডল বলেন, “রাতে স্কুলের তালা খুলে চাল সরানোর সময়ে গ্রামের বাসিন্দারা ওই প্রধান শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন। ধরা পড়ার পরে উত্তেজিত বাসিন্দারা তাঁকে আটকে রাখেন। রাতেই উদ্ধার করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়।” এবিপিটিএ-র আড়াইডাঙা চক্রের সম্পাদক কুন্তল চট্টোপাধ্যায় বলেন, “ওই শিক্ষক একজন দক্ষ সংগঠন। তিনি মিড ডে মিলের চাল কেন চুরি করতে যাবেন? এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।” রতুয়া-২ বিডিও সঞ্জয় বিশ্বাস বলেন, “রাতেই চালু চুরির খবর পেয়ে সংশ্লিষ্ট দফতরকে জানানো হয়।” জেলা প্রাথমিক শিক্ষা দফতরের আড়াইডাঙা চক্রের বিদ্যালয় পরিদর্শক অভীক হাজরা বলেন, “গ্রামের বাসিন্দারা হাতেনাতে প্রধান শিক্ষককে ধরেন। বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করা হয়।” প্রধান শিক্ষকের বাড়ি স্কুল থেকে ৬০০ মিটার দূরে বড়াইল পাড়ায়। বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক স্কুলের মিড ডে মিলের চাল সরাতেন। সিপিএমের দাপুটে নেতা বলে বিভিন্ন স্তরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। মঙ্গলবার বাসিন্দারা চালের বস্তা নিয়ে যেতে দেখে হাতেনাতে ধরে ফেলেন। তাঁকে ঘেরাও করে হেনস্থা করা হয়। |