মেদিনীপুর মেডিক্যালে রেডিওথেরাপি ইউনিট চালুর দাবি দীর্ঘ দিনের। রোগীর পরিজনেরাও এই দাবি অনেক দিন ধরে জানিয়ে আসছেন। মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ইউনিট থাকারই কথা। কিন্তু পরিকাঠামোগত সমস্যার কারণেই এত দিন তা চালু করা সম্ভব হচ্ছিল না। ক’মাস আগেই মেদিনীপুর মেডিক্যালে এই ইউনিট চালুর উদ্যোগ নেওয়া হয়। বহির্বিভাগের জন্য রুমও নির্দিষ্ট করা হয়। হাসপাতালে নতুনভবন তৈরি হয়েছে। এই নতুন ভবনেই বেশ কয়েকটি বিভাগের বহির্বিভাগ স্থানান্তরিত করা হয়েছে। এরই একতলার ঘরে রেডিওথেরাপি ইউনিট খোলা হল। রোগী ও তাঁদের পরিজনদের সুবিধার্থে ইতিমধ্যে হাসপাতালের দেওয়ালেও ইউনিটের নাম লেখার ব্যবস্থা করেছেন কর্তৃপক্ষ। সঙ্গে প্রতি বুধবার যে বহির্বিভাগ খোলা থাকবে, তারও উল্লেখ রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত এখানে কেমোথেরাপি ও সার্জিক্যালের চিকিৎসাই হবে। ক্যানসারের মূলত তিন রকম চিকিৎসা হয়। কেমোথেরাপি, সার্জিক্যাল ও রেডিওথেরাপি। রেডিওথেরাপির সরঞ্জাম এসেছে। ঘরও নির্দিষ্ট হয়েছে। কিন্তু এখনই তা চালু করা যাচ্ছে না। কারণ, এ ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি মেলেনি। অনুমতি এলে রেডিওথেরাপিও চালু করা হবে। রেডিওথেরাপি ইউনিট না-থাকার জন্য এত দিন বিশেষত ক্যানসার রোগীদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করতে হত। ফলে রোগীরাও দুর্ভোগে পড়তেন। কিন্তু এ বার সেই পরিস্থিতি আর হবে না বলেই মনে করছেন মেদিনীপুর মেডিক্যাল কর্তৃপক্ষ। |