|
|
|
|
ইঞ্জিনিয়ারিংয়ে নিখরচায় পাঠ ১৫ শতাংশ আসনে |
নিজস্ব সংবাদদাতা ² কলকাতা |
সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে মোট আসনের ১৫ শতাংশে নিখরচায় পড়তে পারবেন ছাত্রছাত্রীরা। ১০ শতাংশ আসনে অর্ধেক বেতনে পড়াশোনা করা যাবে। আসন্ন শিক্ষাবর্ষ থেকে এই নিয়ম চালু হচ্ছে। বুধবার মহাকরণে এ কথা ঘোষণা করেছেন উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বর্তমানে ওই কলেজগুলিতে ১০ শতাংশ আসনে নিখরচায় ও ৫ শতাংশ আসনে অর্ধেক বেতনে ছাত্র ভর্তির নিয়ম চালু রয়েছে। বিনিময়ে বেসরকারি কলেজগুলি ১০ শতাংশ আসনে বাড়তি টাকা নিয়ে (ম্যানেজমেন্ট কোটা) ছাত্র ভর্তি করতে পারে। উচ্চশিক্ষা মন্ত্রী এ দিন বলেন, “মেধাবী ও দুঃস্থ ছাত্রছাত্রীদের ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ দেওয়ার জন্য এ বার কলেজগুলির ১৫ শতাংশ আসনে নিখরচায় এবং ১০ শতাংশে অর্ধেক বেতনে ছাত্র ভর্তির সিদ্ধান্ত হয়েছে। যে-সব পরিবারের আয় বছরে আড়াই লক্ষ টাকার কম, তাদের ছেলেমেয়েরাই এ সুবিধা পাবেন।”
বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ মালিকদের সংগঠন ‘আপাই’-এর সম্পাদক ধূর্জটি বন্দ্যোপাধ্যায় জানান, এই নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা হয়নি। তিনি বলেন, “সরকার সিদ্ধান্ত নিলে অবশ্যই তা কার্যকর করতে হবে। কী ভাবে সেটা হবে, আশা করি, সরকারই তা জানাবে।” একটি বেসরকারি কলেজের মালিক বলেন, “অনেক কলেজেই ম্যানেজমেন্ট কোটার অধিকাংশ আসন খালি থাকে। এত ছাত্রকে নিখরচায় পড়াতে গেলে অনেক কলেজেরই অস্তিত্ব বিপন্ন হবে।” |
|
|
|
|
|