টুকরো খবর
|
স্বামী আত্মস্থানন্দের সফল অস্ত্রোপচার |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
দক্ষিণ কলকাতার রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে বুধবার সকালে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী আত্মস্থানন্দের হার্নিয়া অস্ত্রোপচার হয়েছে। তাঁর সচিব স্বামী বিমলাত্মানন্দ জানান, এ দিন সকাল সাড়ে ৮টায় শুরু হয় অস্ত্রোপচার। শল্যচিকিৎসক পল্লব ঘোষের নেতৃত্বে কয়েক জন চিকিৎসকের দল স্বামী আত্মস্থানন্দের অস্ত্রোপচার করে। সময় লাগে প্রায় এক ঘণ্টা। হাসপাতাল সূত্রের খবর, সকাল সাড়ে ৯টায় অস্ত্রোপচার শেষ হওয়ার পরে স্বামী আত্মস্থানন্দকে কেবিনে নিয়ে যাওয়া হয়। তিনি ভাল আছেন। কথাবার্তাও বলেছেন।
|
উচ্চ মাধ্যমিক শুরু ১৪ মার্চ |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
আগামী বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ। চলবে ৭ এপ্রিল পর্যন্ত। বুধবার রাজ্যের স্কুলশিক্ষা দফতর সূত্রে এ কথা জানা গিয়েছে। এ বছরের উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল ১৬ মার্চ। আগামী শনিবার, ৪ জুন ওই পরীক্ষার ফল বেরোবে। সে-দিনই মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া হবে ছাত্রছাত্রীদের হাতে। এসএমএস, টেলিফোন এবং ওয়েবসাইটেও ফলাফল জানা যাবে।
|
প্রশিক্ষণ শিবির যুব কংগ্রেসের |
নিজস্ব সংবাদদাতা ²কলকাতা |
আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে প্রদেশ যুব কংগ্রেসের সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি শুরু হচ্ছে। চলতি মাসের শেষে অথবা আগামী মাসের গোড়াতেই রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্রের বুথ থেকে রাজ্য স্তর পর্যন্ত রীতিমত শিবির করে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রদেশ যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও সাংসদ মৌসম বেনজির নুর বুধবার বলেন, “সংগঠনকে ক্যাডারভিত্তিক করে গড়ে তোলার লক্ষ্যে রাহুল গাঁধীর নির্দেশেই এই ব্যবস্থা হচ্ছে।” সর্বভারতীয় যুব কংগ্রেসের সম্পাদক ও সংগঠনে পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত বাপটু চক্রবর্তী বলেন, “প্রশিক্ষণে অংশ না নিলে সেই সদস্যকে সাসপেন্ড করা হবে।” |
|