|
|
|
|
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে ছিনতাই |
নিজস্ব সংবাদদাতা ² ব্যারাকপুর |
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় মোটরবাইকে চেপে ছিনতাইবাজেরা ছিনিয়ে নিয়ে গেল টাকার ব্যাগ। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে, জগদ্দলের কাউগাছি ১ পঞ্চায়েতের ফিডার রোডে।
পুলিশ ও পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, একটি ব্যাঙ্ক থেকে টাকা তুলে অন্য একটি ব্যাঙ্কে যাচ্ছিলেন কাউগাছি ১ পঞ্চায়েতের কর্মী অনুপ শূর। ফিডার রোডে শনি মন্দিরের কাছে একটি মোটবাইকে চেপে আসা দুই যুবক তাঁর পাশে এসে গতি কমায়। সাইকেল চড়ে যাওয়া অনুপবাবুর কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে তারা দ্রুত গতিতে কল্যাণী এক্সপ্রেসওয়ের দিকে পালিয়ে যায়। পঞ্চায়েত সদস্য পার্থ বসু বলেন, “অনুপ আমাদের বিশ্বস্ত কর্মী। ব্যাঙ্কের কাজগুলি উনিই দেখভাল করতেন। এ দিন অস্থায়ী কর্মীদের বেতন দেওয়ার কথা ছিল। তারই টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন তিনি।” প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পনা মাফিকই এই ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অনুপবাবু যে প্রতি মাসের গোড়ায় ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান সেটা খেয়াল রেখেই দুষ্কৃতীরা হানা দিয়েছিল। অনুপবাবু জানান, বেলা দু’টো নাগাদ একটি ব্যাঙ্ক থেকে ২৬ হাজার ২০০ টাকা তুলে অন্য একটি ব্যাঙ্কে চেক ভাঙাতে যাচ্ছিলেন তিনি। দুপুরে রাস্তা ফাঁকা ছিল। একটি মোটরবাইক হঠাৎই তাঁর বাঁ দিক দিয়ে ওভারটেক করার চেষ্টা করে। তিনি সাইকেলের গতি কমাতেই হ্যান্ডেলে ঝোলানো কাপড়ের ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালায় মোটরবাইকে বসা দুই আরোহী।
প্রসঙ্গত, ওই রাস্তায় এই নিয়ে বেশ কয়েকবার ছিনতাইয়ের ঘটনা ঘটল। কিছুদিন আগে একই ভাবে ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার সময় এক ব্যাক্তির হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়েছিল দুষ্কৃতীরা। ব্যারাকপুরের অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবজ্যোতি দে বলেন, “ওই রাস্তাটিতে নজরদারি বাড়াতে হবে। স্থানীয় থানাকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছি।” |
|
|
|
|
|