করিমপুর ব্যাঙ্কে খুন ও ডাকাতির ঘটনায় বুধবার তেহট্ট ফাস্ট ট্র্যাক আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সোমনাথ মুখোপাধ্যায়ের এজলাসে সাক্ষ্য দিতে ওঠেন মুরুটিয়া থানার ওসি বিমান মৃধা। সরকার পক্ষের আইনজীবীর প্রশ্নের উত্তরে তিনি জানান, সিআইডির নির্দেশেই তিনি ওই মামলার অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করেন।
অনিকেত জোয়ারদার: তারপুর কি হল বলুন।
বিমান মৃধা: সোর্সের মাধ্যমে অভিযুক্তদের খোঁজখবর শুরু করি। গোপন সূত্রে খবর পেয়ে মুরুটিয়ার ফুনকোতলা থেকে সিরাজ শেখকে গ্রেফতার করি।
অনিকেত: তারপর?
বিমান: সিরাজকে জেরা করে জানতে পারি করিমপুর ব্যাঙ্কে ডাকাতির ঘটনায় সে জড়িত ছিল। ডাকাতি করে পাওয়া টাকার একটা অংশ তার বাড়িতে রাখা আছে বলেও সে জানায়। এরপর সিরাজকে নিয়ে তার ফুনকোতলার বারুইপাড়ার বাড়িতে যাই। অন্যান্য পুলিশকর্মী গ্রামের কিছু লোক নিয়ে সিরাজের ঘরে ঢুকি। সেখানে খাটের তলায় একটি ব্যাগে টাকা রাখা ছিল। টাকা ভর্তি প্লাস্টিকের ব্যাগটি উদ্ধার করি। সেই ব্যাগে করিমপুরের ওই ব্যাঙ্কের সিল মারা ৮২ হাজার টাকা ছিল।
অনিকেত: সিরাজকে দেখলে চিনতে পারবেন?
বিমান: হ্যাঁ (এরপর এজলাসের ডকে দাঁড়িয়ে থাকা সিরাজকে শনাক্ত করেন তিনি)।
অনিকেত: সিরাজকে গ্রেফতার করার পরে কী করলেন?
বিমান: গোপন সূত্রে খবর পাই ফুনকোতলায় আরও একজন অভিযুক্ত, স্মরজিৎ সরকার লুকিয়ে রয়েছে। তাকে গ্রেফতার করি। জেরায় সে জানায়, করিমপুর ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় সেও জড়িত ছিল। তার বাড়িতেও যে ডাকাতি করা টাকা আছে, জানায় সে। এরপর তার বাড়ি থেকে জলপাই রঙ্রে একটি সুটকেস থেকে ৭০ হাজার টাকা উদ্ধার করা হয় (এজলাসে দাঁড়িয়ে থাকা স্মরজিৎকেও এরপরে শনাক্ত করেন তিনি)।
এরপরে বিমানবাবুকে জেরা করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী মহম্মদ আবু বক্কর সিদ্দিকি।
আবু: করিমপুর থেকে মুরুটিয়ার দূরত্ব কত?
বিমান: প্রায় ৯১০ কিলোমিটার।
আবু: কৃষ্ণনগর থেকে মুরুটিয়ার দূরত্ব কত?
বিমান: প্রায় ৮০ কিলোমিটার
আবু: মুরুটিয়া থেকে ফুনকোতলার দূরত্ব কত?
বিমান: প্রায় ১৬১৭ কিলোমিটার।
আবু: ফুনকোতলা থেকে সিরাজকে গ্রেফতার করেন। তাই তো?
বিমান: হ্যা।
আবু: তার কতক্ষণ পরে ওই একই জায়গা তেকে স্মরজিৎকে গ্রেফতার করেন?
বিমান: প্রায় দেড় ঘণ্টা পরে। |