এহেন জুটিকে হারিয়ে সানিয়ার ফাইনালে ওঠাটা বিশাল কৃতিত্বের। তবে সানিয়ার সঙ্গীও যথেষ্ট ভাল সিঙ্গলস খেলোয়াড়। ডাবলসে তাঁর র্যাঙ্কিং ১০ নম্বর। সিঙ্গলসে আছেন প্রথম চল্লিশে। স্বভাবতই এই অসাধারণ কৃতিত্ব অর্জন করতে ভেসনিনার সাহায্য দারুণ ভাবেই কাজে দিয়েছে। অবশ্য সানিয়া নিজেও বেশ ভাল খেলছেন এ মরসুমে। ডাবলসে সানিয়াদের একটি মাস্টার্স-সহ দুটো খেতাব জয় তারই প্রতিফল। তবে সানিয়ার সেরা প্রাপ্তিটা ঘটল বুধবার রোলাঁ গারোয়। মূলত সার্ভ-ভলির খেলোয়াড় হওয়া সত্ত্বেও মন্থর লাল মাটির কোর্টেও এখন দাপাচ্ছেন ভারতীয় টেনিস সুন্দরী। প্রসঙ্গত এর আগের রাউন্ডেই, কোয়ার্টার ফাইনালে সানিয়ারা হারিয়েছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই ডাবলস জুটিকে।
এ দিকে, বৃহস্পতিবারই বিশ্ব টেনিসের এক নম্বর আসন হারাতে হচ্ছে নাদালকে। কিন্তু তার আগের দিন তাঁর প্রিয় রোলাঁ গারোয় নাদাল ক্লে কোর্ট সম্রাট হিসেবেই নিজেকে পেশ করলেন। ক্লে কোর্টের মেজর-এ গোটা কেরিয়ারে তাঁর একমাত্র পরাজয় যাঁর কাছে সেই সোডারলিংকে এ দিন ফরাসি ওপেন কোয়ার্টার ফাইনালে উড়িয়ে দিলেন নাদাল। শেষ ছ’বারের মধ্যে পাঁচ বারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন এ বার সেমিফাইনালে উঠলেন ৬-৪, ৬-১, ৭-৬ (৭-৩) ঝড় তুলে। শেষ চারে সামনে বিশ্বের চার নম্বর অ্যান্ডি মারে। প্রথম রাউন্ডে দু’সেট হারানোর পর এখনও পর্যন্ত সব ম্যাচ স্ট্রেট সেট জিতেছেন নাদাল।
এ দিকে, টেনিসের ইন্দো-পাক মৈত্রী এক্সপ্রেস প্রচুর লড়াই দিয়ে থেমে গেল বিশ্বসেরা ডাবলস টিমের কাছে। বোপান্না-কুরেশি গত রাতের অসমাপ্ত কোয়ার্টার ফাইনাল ব্রায়ান ভাইদের কাছে শেষ পর্যন্ত হারলেন ৭-৬, ৩-৬, ৬-৭। অন্যদিকে মেয়েদের সিঙ্গলসে গতবারের চ্যাম্পিয়ন শিয়াভোনে বনাম স্থানীয় ফরাসি শেষ বাজি বার্তোলি লড়াইয়ের পাশাপাশি অন্য সেমিফাইনালে মুখোমুখি হলেন শারাপোভা এবং না লি। চিনা মেয়েদের মধ্যে লি-ই প্রথম ফরাসি ওপেনের সেমিফাইনাল খেলবেন। এ দিন কোয়ার্টার ফাইনালে ষষ্ঠ বাছাই না লি ৭-৫, ৬-২ হারালেন চতুর্থ বাছাই আজারেঙ্কাকে। ফলে পঞ্চম বাছাই শিয়াভোনেই এখন সেমিফাইনালিস্টদের মধ্যে সর্বোচ্চ বাছাই। অন্য কোয়ার্টার ফাইনালে শারাপোভা আরও অনায়াস জিতলেন পেটকোভিচের বিরুদ্ধে ৬-০, ৬-৩। |