টুকরো খবর

ভারতীয় বোর্ডকে আক্রমণ রণতুঙ্গার
²
নিজেদের টাকার জোরে আইসিসিকে নখ-দাঁত হীন বাঘ করে রেখেছে ভারতীয় বোর্ড। এই অভিযোগ অর্জুন রণতুঙ্গার। আজ বলেছেন, “ভারতীয় বোর্ড আইপিএল নামে যে রাক্ষস তৈরি করেছে, সেটা অল্প দিনেই আন্তর্জাতিক ক্রিকেটকে গিলে খাবে!” আইপিএলের জন্য আইসিসি-র সূচিতে আলাদা সময় বের করার প্রস্তাবকেও অবাস্তব বলে রণতুঙ্গার আশঙ্কা, “সেটা হলে ফুটবলের মতো ক্রিকেটও ক্লাব ভিত্তিক হয়ে দাঁড়াবে।” রণতুঙ্গা বলেছেন, “বর্তমানে আইসিসি অসম্ভব দুর্বল একটা সংস্থা যারা ভারতের কথায় ওঠে-বসে। ঠিক যেন নখ-দাঁত বিহীন বাঘ!”

ব্লাটার জিতলেন ১৮৬-১৭ ভোটে
²
তীব্র বিতর্কের মধ্যে তুড়ি মেরে যাবতীয় বিরোধিতা উড়িয়ে চতুর্থবার ফিফা প্রেসিডেন্ট হলেন শেপ ব্লাটার। ১৮৬-১৭ ভোটে জিতে থেকে যাচ্ছেন ২০১৫ পর্যন্ত। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের মতো কিছু সংস্থা চেষ্টা করেছিল নির্বাচন পিছোতে। সেই প্রস্তাবও ভোটে আমলই পেল না। ২০৩ টি দেশের মধ্যে ১৭২ টি ইংল্যান্ডের প্রস্তাব খারিজ করে দেয়।

কোঝিউস্কোর শীর্ষে তাপি

এভারেস্ট, কিলিমাঞ্জারো জয়ের পরে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গ কোঝিউস্কোও জয় করলেন তাপি ম্রা। অরুণাচলপ্রদেশ তথা উত্তর-পূর্বের প্রথম এভারেস্ট বিজয়ী তাপি এখন বিশ্বের সাত মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ জয়ের অভিযানে নেমেছেন। তারই অঙ্গ হিসাবে, অস্ট্রেলিয়ার ৭৩১৬ মিটার উঁচু শৃঙ্গে পা রাখলেন তিনি। কাল ভারতীয় সময় বেলা আড়াইটে নাগাদ তাপি শীর্ষে ওঠেন। তাপির সঙ্গী হয়ে কোঝিউস্কো আরোহণ করলেন তাওয়াং-এর আরও এক যুবক লোবসাং ফুন্টসোকও। ইতিমধ্যেই, তাপি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করেছেন। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকোঙ্কাগুয়া অবশ্য এখনও তাঁর অধরা।

Previous Story Khela First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.