খেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ছেলে। তা দেখে তাঁকে বাঁচাতে গিয়েছিলেন বৃদ্ধ বাবাও। কিন্তু শেষরক্ষা হল না। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল দু’জনেরই। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির পোলবার পাওনান পঞ্চায়েতের শুনকো গ্রামে। মৃতদের নাম রূপচাঁদ হেমব্রম (৭০) এবং পান্নালাল হেমব্রম (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রূপচাঁদ হেমব্রমের বাড়ির কাছেই একটি ঝিঙে খেত আছে। বুধবার ভোরে রুপচাঁদবাবুর ছেলে পান্নালাল ঝিঙে ক্ষেতে ঢোকার সময় ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুৎবাহী তারে পা জড়িয়ে পড়ে যান। তাঁর আর্তনাদ শুনে ছুটে আসেন রূপচাঁদবাবু। বাঁচানোর জন্য ছেলেকে জড়িয়ে ধরতেই রূপচাঁদবাবুও বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় বাসিন্দারা খেতে দু’জনকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে।
|
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার, লিলুয়া স্টেশনে। পুলিশ জানায়, মৃত পঞ্চানন পাল (৬১) বালির জিটি রোডের বাসিন্দা। তিনি পেশায় রেশন ডিলার ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, এ দিন বিকেল পৌনে চারটে নাগাদ লিলুয়া স্টেশনের দুই নম্বর রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন পঞ্চাননবাবু। তখনই পিছন থেকে ডাউন শ্রীরামপুর লোকাল ধাক্কা মারলে তাঁর দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
মিটারে কারচুপি করে বিদ্যুৎ চুরির অভিযোগে মঙ্গলবার রাতে গোঘাটের বামনখোলা গ্রামের বাসিন্দা মন্টু গায়েনকে গ্রেফতার করল পুলিশ। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। |