তারকেশ্বর থেকে কাঁড়ারিয়া রুটে বর্তমানে দামোদর পেরিয়ে পুড়শুড়া ব্লকের দেউঢ়পাড়া ব্লকের পঞ্চায়ননতলা হয়ে মুণ্ডেশ্বরী নদী সংলগ্ন বেসের ঘাট পর্যন্ত বাস চলাচল করে। এই রুটে সারাদিনে মাত্র তিনটি বাস চলে। কিন্তু গোটা পথেই রাস্তার অবস্থা খুবই খারাপ। পিচ উঠে গিয়ে খানাখন্দে ভরে গিয়েছে। অথচ এই রাস্তা দিয়েই মোহনবাটি, তুল্যান, কুলতেঘরী, চাঁদুর, শিবপুর, নচিপুর গৌরবাটি, নপাড়া, তেঘরি প্রভৃতি এলাকার মানুষ যাতায়াত করেন। তারকেশ্বর ও পুড়শুড়া থানা এলাকার মধ্যে সংযোগকারী রাস্তা হিসাবে এই রাস্তা গুরুত্বপূর্ণ। কিন্তু রাস্তা বেহল হওয়া সত্ত্বেও দীঘর্দিন ধরে কোনও সংস্কার হয়নি। পূর্ত দফতরের কাছে অনুরোধ অবিলম্বে এই রাস্তা সংস্কারের ব্যবস্থা করা হোক। এর ফলে সাধারণ মানুষ যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।

পুর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিয়ে তারকেশ্বর পুরসভা কর্তৃপক্ষ পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করেছিলেন। কিন্তু রাস্তায় যে অসংখ্য ট্যাপকলগুলি রয়েছে সেগুলি দিয়ে অনর্গল জল পড়ে যায়। কলগুলি বন্ধ করার ব্যবস্থা না থাকায় রোজ প্রচুর পরিমাণে জল নষ্ট হচ্ছে। যা সংরক্ষণ করা গেলে আরও অনেকে পানীয় জলের সুবিধা পাবেন। তাই অবিলম্বে যাতে কলগুলি খোলা ও বন্ধের ব্যবস্থা করতে পুর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ভদ্রেশ্বর এবং বৈদ্যবাটি রেল স্টেশনের মাঝে পড়ে খুড়াগাছি। এই এলাকার মানুষকে ট্রেন ধরতে হলে ভদ্রেশ্বর অথবা বৈদ্যবাটি যেতে হয়। খুড়িগাছি থেকে দু’টি স্টেশনের দূরত্ব প্রায় একই। দু’টি স্টেশনের যে কোনও একটিতে পৌঁছতে হলে অনেকটা হেঁটে এবং তার পরে অটো বা ভ্যানরিকশায় চেপে যেতে হয়। যা সময় এবং ব্যয়সাপেক্ষ। তা ছাড়া অনেক সময় ট্রেনও ধরা যায় না। ট্রেন ধরার সুবিধার জন্য এই এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই খুড়িগাছিতে একটি স্টেশন তৈরির দাবি জানিয়ে আসছেন। প্রাক্তন রেলমন্ত্রী প্রয়াত গণিখান চৌধুরীর আমলে শোনা গিয়েছিল এখানেস্টেশন তৈরি হবে। কিন্তু আজও এখানকার মানুষ কোনও রেল স্টেশন পাননি। সম্প্রতি এলাকার বাসিন্দারা স্টেশনের দাবিতে এখানে রেল অবরোধও করেন। বর্তমান রেলমন্ত্রীর কাছে আবেদন বাসিন্দাদের অসুবিধার কথা ভেবে খুড়িগাছিতে স্টেশন তৈরির ব্যাপারে তিনি যেন উদ্যোগী হন।
হুগলি জেলার চন্দননগর মহকুমার অন্তর্গত চন্দননগর রেল স্টেশন থেকে খলিসানি, বিলকুলি হয়ে যে রাস্তাটি ন’পাড়া পর্যন্ত চলে গিয়েছে বর্তমানে সেটি এতটাই বেহাল যে ওই রাস্তায় যাতায়াতকারীদের নাজেহাল হতে হচ্ছে। দীর্ঘদিন ধরে কোনওরকম মেরামতি না হওয়ায় রাস্তাটি ভেঙেচুরে গিয়েছে। এই রাস্তায় ট্রেকার, অটো চলাচল করে। দিল্লি রোডের সঙ্গে সংযোগকারী রাস্তা হিসাবেও এটি গুরুত্বপূর্ণ। তাই অবিলম্বে এই রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছি।
Previous Story South First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.