“অথর্র্র্” ছবিতে শাবানা আজমির দিকে তাকিয়ে যখন “তুম ইতনা জো মুসকরা রহে হো” গানে ঠোঁট মিলিয়েছিলেন তখন নিশ্চয়ই নিজের এই পরিণতির কথা স্বপ্নেও ভাবেননি অভিনেতা রাজ কিরণ। আপাতত তাঁর ঠিকানা আমেরিকার এক মানসিক চিকিৎসালয়। এই খবর পেয়ে রীতিমতো হতচকিত বলিউডের অনেকে। দীর্ঘদিন ধরে রাজের কোনও খবরই জানতেন না বলিউডে তাঁর বন্ধু-বান্ধবীরা। অনেকে ভেবে নিয়েছিলেন রাজ মারা গিয়েছেন। তাঁর খোঁজ শুরু করেছিলেন অভিনেত্রী দীপ্তি নাভাল। ফেসবুকে জানিয়েছিলেন, বন্ধু রাজ কিরণের খোঁজ করছেন। কেউ কোনও খবর জানলে জানাতে পারেন। এর পরের খোঁজ খবরের কৃতিত্ব ঋষি কপূরের। ১৯৮০ সালে “কর্জ” ছবিতে ঋষির সঙ্গে অভিনয় করেছিলেন রাজ। সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন ঋষি। সেই সময়ে রাজের দাদা গোবিন্দ মেহতানির সঙ্গে যোগাযোগ করেন তিনি। তখনই প্রকৃত সত্য প্রকাশিত হয়। জানা যায়, রাজ কিরণের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন তাঁর স্ত্রী ও সন্তান। তার পরেই মানসিক ধাক্কায় অসুস্থ হয়ে পড়েন রাজ। তাঁর দু’ভাইও সেই সময়ে রাজের পাশে দাঁড়াননি। তবে নিজের চিকিৎসা চালানোর মতো অর্থ ছিল রাজের। প্রথমে ভারতে মানসিক চিকিৎসালয়ে ভর্তি হন তিনি। পরে চলে যান আটলান্টায়। ঋষি বলেছেন, “আমি আমেরিকা গিয়ে কিরণের সঙ্গে দেখা করব। অনুরোধ করব যাতে কিরণ মুম্বই ফিরে আসে। ও আবার ছবিতে কাজ করার সুযোগ পাবে বলে আমি বিশ্বাস করি।” |