বিতর্ক এড়াতে গিয়ে আরও ‘ব্যাকফুটে’ চলে গেলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা নারায়ন দত্ত তিওয়ারি। দিল্লি হাইকোর্টে তাঁর বিরুদ্ধে ওঠা পিতৃত্বের দাবি সংক্রান্ত একটি মামলায় আজ ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা দেওয়ার কথা ছিল ওই নেতার। তিওয়ারি এবং অভিযোগকারী রোহিত শেখর ও তাঁর মায়ের রক্তের নমুনা সংগ্রহের জন্য আদালতে বিশেষ ব্যবস্থাও করা হয়েছিল। অভিযোগকারীরা ঠিক সময়ে আদালতে পৌঁছে গেলেও, এলেন না প্রবীণ ওই নেতা। উপরন্তু তাঁর আইনজীবী আদালতের যুগ্ম রেজিস্ট্রারের কাছে ওই পরীক্ষা যাতে না করা হয় সেই আবেদন করেন। তিওয়ারির আইনজীবীর ওই আবেদনের মূল বক্তব্য, আদালত কাউকে ইচ্ছার বিরুদ্ধে প্রমাণ পেশ করতে ‘বাধ্য’ করতে পারে না। তিওয়ারির আবেদনের প্রেক্ষিতে আদালতের যুগ্ম রেজিস্ট্রার দীপক গর্গ জানিয়েছেন, আগামী ৭ জুলাই মামলাটি শুনানির জন্য আবার হাইকোর্টে উঠবে। |