টু-জি স্পেকট্রাম বিতর্কে আবার নতুন বাঁক স্পেকট্রাম দূর্নীতিতে অভিযুক্তদের মধ্যে অন্যতম, সোয়ান টেলিকমের কর্তা শাহিদ বালওয়া চিঠি দিলেন। যৌথ সংসদীয় কমিটিকে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) সামনে তিনি জবানবন্দি দিতে চান বলে ওই চিঠিতে জানিয়েছেন বালওয়া। জেপিসির সামনে বলওয়ার জবানবন্দি টু-জি কাণ্ডে অনেক নতুন তথ্য সামনে আনবে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। তবে বালওয়ার এই চিঠি স্বাভাবিক কারণেই দুশ্চিন্তা বাড়াবে ইউপিএ-র শীর্ষ নেতৃত্বের প্রাক্তন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী এ রাজার ঘনিষ্ঠ বালওয়ার সংস্থা সোয়ান দেশের ১৩টি ‘জোনে’ টু-জি পরিষেবা দেওয়ার লাইসেন্স পেয়েছিল, যা পরে অনেক বেশি দামে তারা অন্য সংস্থাকে বেচে দেয় বলে অভিযোগ।
টু-জি কাণ্ডে সিবিআই তদন্ত শুরু হওয়ার কিছু দিন পরই গ্রেফতার হয়েছিলেন শাহিদ বালওয়া যদিও এই বিষয়ে প্রকাশ্যে এক বারও মুখ খোলেননি তিনি। বালওয়ার সঙ্গে কংগ্রেসের শীর্ষ স্থানীয় অনেক নেতারই ঘনিষ্ঠ সম্পর্ক আছে তাঁদের আশঙ্কা, এখন নিজেকে বাঁচাতে স্পেকট্রাম দূর্নীতি নিয়ে তাঁর কাছে থাকা সব ‘তথ্য’ ফাঁস করে দিতে পারেন তিনি। তাতে কংগ্রেসের নতুন করে অস্বস্তি বাড়ার সম্ভাবনা যথেষ্ট। |