মন্ত্রিত্ব পাননি দীনেশ, ক্ষুব্ধ বরাকের চা-বাগান
কাছাড় জেলার লক্ষ্মীপুর আসন থেকে পরপর সাত বার বিধায়ক হয়েছেন চা জনগোষ্ঠীর নেতা দীনেশপ্রসাদ গোয়ালা। নগরোন্নয়ন ও আবাসনের মতো গুরুত্বপূর্ণ দফতর ছিল গত মন্ত্রিসভায়। কিন্তু এ বার তাঁকে মন্ত্রীই করেননি তরুণ গগৈ। এই সিদ্ধান্ত বরাক উপত্যকার চা জনগোষ্ঠীর প্রতি বঞ্চনা বলেই মনে করছে বরাক চা শ্রমিক ইউনিয়ন। এর প্রতিবাদে আন্দোলনে নামছে চা বাগানের শ্রমিক সংগঠন। দীনেশবাবু ইউনিয়নের সাধারণ সম্পাদক। তাঁর অনুমতিতেই কার্যনির্বাহী সমিতির সভায় আন্দোলনের কর্মসূচি চূড়ান্ত হয়। খোদ দীনেশবাবুর প্রতিক্রিয়া, তাঁকে মন্ত্রিসভায় না-নেওয়া ঠিক হয়নি।
সাতবারের বিধায়ক দীনেশপ্রসাদ গোয়ালা (ডানদিকে)। স্বপন রায়

এতে গোটা কাছাড়ের মানুষকেই অপমান করা হয়েছে।
ইউনিয়নের সভাপতি জয়নাথ রাই জানান, ৬ জুন বরাক উপত্যকার সব ক’টি চা বাগানে শ্রমিকরা প্রতীক ধর্মঘট পালন করবেন। সকাল আটটায় সমবেত হয়ে কালো ব্যাচ পরে প্রতিবাদ জানানো হবে। এর পরেও দীনেশবাবুকে মন্ত্রিসভার অন্তর্ভুক্ত না করা হলে শুরু হবে পরবর্তী পর্যায়ের আন্দোলন। ইউনিয়নের যুগ্ম সম্পাদক সনাতন মিশ্র জানিয়ে দেন, চা বাগানের নেতাদের প্রতি এমন ‘বঞ্চনা’ অব্যাহত থাকলে পরের নির্বাচনের সময় চা জনগোষ্ঠী কংগ্রেসের পাশে থাকবে কি না তা নিয়েও ভাবনাচিন্তা চলছে।

উল্লেখ্য, বরাক উপত্যকার ১৫টি আসনে কংগ্রেস প্রার্থীদের মধ্যে চারজন ছিলেন বরাক চা শ্রমিক ইউনিয়নের নেতা। চার জনই বিজয়ী হয়েছেন। তাঁদের মধ্য থেকে সহকারী সাধারণ সম্পাদক অজিত সিংহকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ নিয়েও ইউনিয়নের ক্ষোভ রয়েছে। তাঁরা দীনেশ প্রসাদ ও অজিত সিংহ দুজনকেই পূর্ণমন্ত্রী হিসাবে চান। সামগ্রিক ভাবে এ বার বরাক থেকে ১৩টি আসন জিতেছে কংগ্রেস। তরুণ গগৈ তিন জেলা থেকে তিন জনকে মন্ত্রী করেছেন। হাইলাকান্দি জেলার কাঠালিছড়ার বিধায়ক গৌতম রায় পূর্ণমন্ত্রী। কাছাড়ের উধারবন্দ আসনের অজিত সিংহ করিমগঞ্জের দক্ষিণ আসনের বিধায়ক সিদ্দেক আহমদকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

Previous Story Desh Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.