ট্রেন থেকে নামতে গিয়ে বর্ধমান রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে মৃত্যু হয়েছে এক যুবকের। তাঁর নাম মনোয়ার মল্লিক (২৭)। বাড়ি কেতুগ্রাম থানার হাটমুর গ্রামে। তিনি দিল্লি থেকে হাওড়াগামী যোদ্ধা এক্সপ্রেসে ফিরছিলেন। মানোয়ার বর্ধমান স্টেশনে ট্রেনটির গতি সামান্য কমতেই নামবার চেষ্টা করেন। পড়ে গিয়ে তিনি মাথায় গুরুতর চোট পান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
দেওয়াল চাপা পড়ে মারা গিয়েছেন এক বৃদ্ধা। তাঁর নাম নীলিমা পালিত (৭৬)। মঙ্গলবার এই দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার কোটালহাট গ্রামে। ঝড়ের সময়ে বাড়ির বাইরের কলে জল তুলতে গেলে একটি বাড়ির পাঁচিল তাঁর উপরে ভেঙে পড়ে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ দিকে, বর্ধমানের রানিসায়রে এক বৃদ্ধের দেহ উদ্ধার হয়েছে গভীর রাতে। পুলিশ জানায়, মৃতের নাম শম্ভুনাথ বন্দোপাধ্যায়। বাড়ি আরসি দাস রোডে।
|
প্রাক্তন বিধায়ক তথা জেলার সিটু নেতা প্রদীপ তায়ের ভাই প্রবীর তায়ের বিরুদ্ধে ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে খাদ্যসামগ্রী তোলা ও বিক্রির অভিযোগ করেছে তৃণমূল। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে স্থানীয় মির্জাপুরে। প্রদীপবাবুর বাড়ির এক পরিচারিকা স্থানীয় রেশন ডিলারের কাছে মোট ১২টি কার্ড নিয়ে রেশন তুলতে যান। এই ঘটনায় সন্দেহ হয় এক তৃণমূলের কর্মীর। তিনি কার্ড গুলি আটক করে বর্ধমান থানায় একটি অভিযোগ দায়ের করেন। প্রদীপবাবু বলেন, “এলাকার কয়েক জন রাজমিস্ত্রি ওই কার্ডগুলি আমার ভাইয়ের কাছে রেখে দেশে গিয়েছেন। তাঁদের হয়েই রেশন তুলতে যান ওই পরিচারিকা। এর মধ্যে কোনও গোলমাল নেই।” পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। |