তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে বুধবার বিকেলে মঙ্গলকোটের সাঁকোনা গ্রামে সিপিএম ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই ঘটনায় পুলিশ তৃণমূলের তিন জন ও সিপিএমের এক জনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য জুড়ে বড় ব্যবধানে জয়ের পরে এ দিন পুলিশের অনুমতি ছাড়াই তৃণমূলের একটি বিজয় মিছিল বের হয়। মিছিল চলাকালীন সিপিএমের কর্মী সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল সমর্থকেরা। এর জেরে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এই ঘটনার খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায়।
সিপিএমের অভিযোগ, তৃণমূলের বিজয় মিছিল থেকে সাঁকোনা গ্রামের সিপিএম কর্মী মমিজুল শেখের বাড়ি লক্ষ করে ইট ছোড়া হয়। সিপিএমের বিধায়ক শাহজাহান চৌধুরীর অভিযোগ, “আমাদের ওই কর্মীর বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।” যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা অপূর্ব চৌধুরীর পাল্টা অভিযোগ, “মিছিল চলাকালীন সিপিএমের দুষ্কৃতীরা আমাদের বাধা দেয়। তার পর হামলা চালায়। অথচ পুলিশ আমাদের এক নেতার বাড়ি থেকে তিন জন নাবালককে গ্রেফতার করেছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোনও পক্ষই ঘটনাটি নিয়ে থানায় অভিযোগ করেনি। তবে, পুলিশ নিজে থেকে একটি মামলা রুজু করেছে।