আমি রেজাল্ট দেখেই ফোন করে জানাতে বলেছিলাম। সারাদিনেও ভাই না ফেরায় খোঁজাখুঁজি শুরু করি।” পুরুলিয়া শহরের এম এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিল আনন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁরা জানতে পারেন সে পাশ করেছে এবং মার্কশিটও নিয়েছে। অনেক খোঁজাখুঁজির পরেও কোনও সন্ধান না পেয়ে পুরুলিয়া থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাড়ির লোকজন। আনন্দর জামাইবাবু পার্থ বিদ বলেন, “আমরা সব জায়গায় ওর খোঁজ করেছি। কোথাও পাইনি। ও বলেছিল ৭৫ থেকে ৮০ শতাংশ নম্বর পাবে। তবে ৫০ শতাংশ নম্বর পেয়েছে। এই কারণেও ওর মনে আঘাত লাগতে পারে। আমরা ওর খোঁজ চালিয়ে যাচ্ছি।” |