|
|
|
|
রেল প্রকল্পের ক্যাম্প অফিস রেয়াপাড়ায় |
নিজস্ব সংবাদদাতা ²তমলুক |
বাজকুল থেকে নন্দীগ্রাম রেল প্রকল্পে জমিদাতাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার জন্য আজ, বুধবার থেকে নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ায় ক্যাম্প অফিস চালু করছে রেল দফতর। বিডিও অফিসের সামনেই হচ্ছে ক্যাম্প অফিস। মঙ্গলবার বিডিও অফিস সংলগ্ন সভাকক্ষে সম্ভাব্য জমিদাতা কৃষকদের নিয়ে বৈঠক করে রেল। সেখানে প্রকল্পের জন্য জমিদাতা কয়েকশো কৃষক ছাড়াও দক্ষিণ-পূর্ব রেলের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার নির্মল নস্কর-সহ আধিকারিকরা, তমলুকের তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, সিপিআই নেতা পরমানন্দ ভারতী, সিপিএম নেতা অশোক তুঙ্গ উপস্থিত ছিলেন। শুভেন্দু বলেন, “এখানে ক্যাম্প অফিস হওয়ায় জমিদাতাদের আর কাঁথি স্টেশন বা কলকাতায় রেলের অফিসে যেতে হবে না।” |
|
সম্ভাব্য জমিদাতাদের সঙ্গে বৈঠক। ছবি: পার্থপ্রতিম দাস। |
এ দিনের বৈঠকে বিভিন্ন বিষয় সরাসরি জানতে জমির মালিকরা হাজির হয়েছিলেন। বিরুলিয়া গ্রামের সুবল খাটুয়া, কৃষ্ণনগরের সুব্রত মাইতির মতো জমিদাতা কৃষকেরা বলেন, “চাকরির নিশ্চয়তা পেলে জমি দিতে রাজি।” রেল দফতরের ঘোষণা অনুযায়ী জমিদাতা পরিবারের এক জনকে চাকরি দেওয়া হবে বলে রেলের আধিকারিকরা আশ্বাস দেন। বাজকুল-নন্দীগ্রাম রেল প্রকল্পে জমি দিয়ে ইতিমধ্যেই ৭৮ জন চাকরির আবেদন করেছেন। এ দিনের বৈঠকে উপস্থিত দুই বাম নেতা জমি মালিকদের সঙ্গে সরাসরি আলোচনার উদ্যোগের প্রশংসা করেন। নন্দীগ্রামে জমি প্রশ্নে তৃণমূল ও বাম নেতাদের এক সঙ্গে বেঠকে হাজির হওয়ার ঘটনা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। |
|
|
|
|
|