প্রধানরা গরহাজির, ঘাটালে স্তব্ধ উন্নয়ন

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই ঘাটাল মহকুমা জুড়ে থমকে রয়েছে পঞ্চায়েতের কাজকর্ম। অফিসে আসছেনই না পঞ্চায়েত প্রধানরা। ঘাটালের মহকুমাশাসক অংশুমান অধিকারী বলেন, “বিভিন্ন ব্লক থেকেই খবর আসছে পঞ্চায়েত প্রধানরা অফিসে আসেন না। ফলে উন্নয়ন সংক্রান্ত বৈঠক করা যাচ্ছে না। কাজকর্মও বন্ধ। প্রধানরা কেন আসছেন না জানতে চেয়ে চিঠি দিতে বলেছি বিডিওদের। প্রয়োজনে নিরাপত্তার ব্যবস্থা করব।”
মহকুমাশাসক আশ্বস্ত করলেও বাস্তব পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কে রয়েছেন পঞ্চায়েতের বাম প্রতিনিধিরা। ক’দিন আগেই সিপিএমের রাজ্য কমিটির সদস্য শেখ ইজরায়েলকে হেনস্থার ঘটনা ঘটে ঘাটালে। তা ছাড়া, মহকুমা জুড়েই সিপিএম কর্মী-সমর্থকদের মারধর, জরিমানা আদায়, হুমকির ঘটনা ঘটছে। মহকুমার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতেই ক্ষমতায় রয়েছে বামেরা। এ দিকে, রাজ্যের মসনদে বসেছে তৃণমূল-কংগ্রেস জোট। তার জেরেই এই পরিস্থিতি। পঞ্চায়েত প্রতিনিধিদের মধ্যে ইস্তফা দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছে। মহকুমাশাসকের কথায়, “বিভিন্ন পঞ্চায়েতের সদস্যরা ইস্তফা দেওয়ার জন্য লিখিত অনুরোধ করেছেন। তবে কারও পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।”
ঘাটাল মহকুমার পাঁচটি ব্লকে গ্রাম পঞ্চায়েত রয়েছ ৪৮টি। এর মধ্যে দাসপুর-২ ব্লক বাদে সর্বত্রই প্রায় ষাট ভাগ পঞ্চায়েত প্রধান অফিসে আসছেন না। প্রসঙ্গত, একমাত্র দাসপুর-২ পঞ্চায়েত সমিতিতেই ক্ষমতায় রয়েছে তৃণমূল। এমনিতেই ভোটের কারণে প্রায় আড়াই মাস সব ধরনের উন্নয়নমূলক কাজ বন্ধ ছিল। আর এখন এই অবস্থা। ঘাটালের ইড়পালা, মনসুকা, লক্ষ্মণপুর, মনোহরপুর পঞ্চায়েত, চন্দ্রকোনা ১ ও ২ ব্লকের ভগবন্তপুর, কুঁয়াপুর, বান্দিপুর ১ ও ২, জাড়া, লক্ষ্মীপুর, দাসপুর ব্লকের দাসপুর ১ ও ২ পঞ্চায়েতে প্রধানরা আসছেন না। ঘাটাল ও চন্দ্রকোনা ১ পঞ্চায়েত সমতির সভাপতি ছবি পাখিরা ও হরেকৃষ্ণ নায়েক বলেন, “গ্রামে মার খাচ্ছে। পঞ্চায়েত অফিসে এলেও মারবে বলেছে।” সিপিএম নেতা গুরুপদ দত্ত, অশোক সাঁতরারও বক্তব্য, “আমাদের দলের প্রধানদের অফিসে গেলে মারার হুমকি দিয়েছে তৃণমূলের লোকজন।”

অভিযোগ উড়িয়ে তৃণমূল নেতা শ্যাম পাত্র বলেন, “আমাদের কেউ হুমকি দেয়নি। সিপিএম পঞ্চায়েত প্রধানরা এত দিন দুর্নীতি করেছেন। তাই ভয়ে অফিসমুখো হচ্ছেন না।” পঞ্চায়েত প্রধানরা মুখ খুলছেন না। শুধু বলছেন, “শারীরিক কারণেই এখন যাচ্ছি না।”
Previous Story Mednipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad|Medinipur
National | Bidesh| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.