সিপিএমের মহিলা কাউন্সিলরকে হেনস্থা

রাজনৈতিক সৌজন্যের নজির এ বার মেদিনীপুরে। পানীয় জল সমস্যা সমাধানের দাবিতে পুর-ভবনেই বিক্ষোভের মুখে পড়েন সিপিএম কাউন্সিলর সুমিতা বেরা। তৃণমূল সমর্থকেরা তাঁকে হেনস্থা করে বলে অভিযোগ। মানসিক ভাবে বিধ্বস্ত সুমিতাদেবী রীতিমতো কাঁদতে শুরু করেন। পাশে তখন তাঁর ছেলে শুভস্মিত ও পুর-কর্মীরা। কাউন্সিলরকে কাঁদতে দেখে হতবাক সকলেই। খবর পেয়ে তড়িঘড়ি পুরসভায় আসেন জল দফতরের ভারপ্রাপ্ত পুরপ্রধান পারিষদ তৃণমূলের বিশ্বনাথ পাণ্ডব। শেষমেশ তাঁর হস্তক্ষেপেই পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের সঙ্গে সিপিএম কাউন্সিলরের আলোচনার পরিবেশ তৈরি হয়। দু’পক্ষ মুখোমুখি বসে।
ঘটনাস্থলেই ক্ষমা চাইলেন
তৃণমূলের পুরপ্রধান পারিষদ।
ছবি: রামপ্রসাদ সাউ।
পরে সুমিতাদেবীর কাছে ক্ষমাও চেয়ে নেন বিক্ষোভকারীরা। বিশ্বনাথবাবুও দুঃখপ্রকাশ করেন। সুমিতাদেবীকে তিনি বলেন, “ভুল বোঝাবুঝি থেকেই এই ঘটনা ঘটেছে। আপনি ওয়ার্ডের অভিভাবিকা। স্থানীয় মানুষ আপনার কাছে অভিযোগ জানাতেই পারেন। তবে আপনাকে অপমান করা মানে পুরসভাকে অপমান করা। আপনি আঘাত পেলে ওঁদের হয়ে আমি ক্ষমা চাইছি।” তৃণমূল কাউন্সিলরের সৌজন্যে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান সুমিতাদেবী। বলেন, “আপনি ক্ষমা চাইছেন কেন? আসলে ওঁরা আমাকে ভুল বুঝেছে। আমি কখনও পক্ষপাতিত্ব করি না।”

মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের সুমিতা বেরা। এই ওয়ার্ডেরই দেওয়ানগরে ক’দিন ধরে পানীয় জলের চরম সমস্যা চলছে। অভিযোগ, সমস্যা সমাধানে আগেও পুর-কর্তৃপক্ষের কাছে দরবার করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার সকালে জল নিয়ে হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা (অধিকাংশই তৃণমূলের সমর্থক) কাউন্সিলরের কাছে যান। সেই সময় কাউন্সিলরের ছেলে বাসিন্দাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। পরে সুমিতাদেবী তাঁর ছেলের সঙ্গে পুরসভায় আসেন। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। খানিকটা পরে পুরসভায় আসেন তৃণমূল সমর্থকরা। বেলা ১১টা নাগাদ পুর-ভবনেই বিক্ষোভের মুখে পড়েন সুমিতাদেবী। অভিযোগ, তৃণমূল সমর্থকরা দফতরে ঢুকেই তাঁকে হেনস্থা করে। প্রায় আধ ঘন্টা দু’পক্ষের বাদানুবাদ চলে। তারপর বিশ্বনাথবাবুর হস্তক্ষেপে জট কাটে। কিছুক্ষণ আগেও যারা সিপিএম কাউন্সিলরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল, তারাও বলে, “কাউন্সিলরকে অপমান করার ইচ্ছে আমাদের ছিল না। উনি আঘাত পেয়ে থাকলে আমরা দুঃখিত। ক্ষমাপ্রার্থী।”
পানীয় জলের সমস্যা দূর করতে আপাতত সংশ্লিষ্ট ওয়ার্ডে ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হবে জানিয়ে বিশ্বনাথবাবু বলেন, “সমস্যা সমাধানের স্থায়ী পথ খোঁজা হচ্ছে।”

Previous Story Mednipur Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad|Medinipur
National | Bidesh| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.