মেদিনীপুর শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের সুমিতা বেরা। এই ওয়ার্ডেরই দেওয়ানগরে ক’দিন ধরে পানীয় জলের চরম সমস্যা চলছে। অভিযোগ, সমস্যা সমাধানে আগেও পুর-কর্তৃপক্ষের কাছে দরবার করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। মঙ্গলবার সকালে জল নিয়ে হইচই শুরু হয়। স্থানীয় বাসিন্দারা (অধিকাংশই তৃণমূলের সমর্থক) কাউন্সিলরের কাছে যান। সেই সময় কাউন্সিলরের ছেলে বাসিন্দাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। পরে সুমিতাদেবী তাঁর ছেলের সঙ্গে পুরসভায় আসেন। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। খানিকটা পরে পুরসভায় আসেন তৃণমূল সমর্থকরা। বেলা ১১টা নাগাদ পুর-ভবনেই বিক্ষোভের মুখে পড়েন সুমিতাদেবী। অভিযোগ, তৃণমূল সমর্থকরা দফতরে ঢুকেই তাঁকে হেনস্থা করে। প্রায় আধ ঘন্টা দু’পক্ষের বাদানুবাদ চলে। তারপর বিশ্বনাথবাবুর হস্তক্ষেপে জট কাটে। কিছুক্ষণ আগেও যারা সিপিএম কাউন্সিলরের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিল, তারাও বলে, “কাউন্সিলরকে অপমান করার ইচ্ছে আমাদের ছিল না। উনি আঘাত পেয়ে থাকলে আমরা দুঃখিত। ক্ষমাপ্রার্থী।”
পানীয় জলের সমস্যা দূর করতে আপাতত সংশ্লিষ্ট ওয়ার্ডে ট্যাঙ্কে করে জল সরবরাহ করা হবে জানিয়ে বিশ্বনাথবাবু বলেন, “সমস্যা সমাধানের স্থায়ী পথ খোঁজা হচ্ছে।” |