পুরসভার পরিষেবা বেহাল অভিযোগে দুপুর থেকে রাতভর অবস্থানের হুমকি দিল দার্জিলিং জেলা বামফ্রন্ট। আগামী ৩ মার্চ দুপুর ২টো থেকে ৪ মার্চ দুপুর ২টো অবধি পুরসভার সামনে অবস্থান হবে বলে ঘোষণা করেছেন বামফ্রন্ট নেতৃত্ব। বৃহস্পতিবার শিলিগুড়িতে দার্জিলিং জেলা সিপিএমের কার্যালয়ে এ কথা জানান বামফ্রন্টের আহ্বায়ক অশোক ভট্টাচার্য। উপস্থিত ছিলেন জেলা সিপিআইয়ের সম্পাদক উজ্জ্বল চৌধুরী, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক অনিরুদ্ধ বসু ছাড়াও আরএসপি জেলা সম্পাদক তাপস গোস্বামী, সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার। অশোকবাবুর অভিযোগ, “শিলিগুড়ি পুরসভা পুর পরিষেবার কোনও কাজই সঠিকভাবে করতে পারছে না। সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। এর প্রতিবাদে ২৪ ঘন্টার অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি।” যদিও পুর পরিষেবা ঠিক আছে বলে মনে করেন শিলিগুড়ি পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। তিনি বলেন, “একটা দল যা খুশি করতে পারে। কেউ যদি পুরসভা অবরোধ বা অবস্থান করতে চায় তাতে আমাদের কিছু বলার নেই।” বৈঠকে অভিযোগ তোলা হয় শিলিগুড়ি মহকুমা পরিষদের কাজের দিকেও। মহকুমা পরিষদ সম্পূর্ণ রূপে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব গ্রাস করে ফেলেছেন বলে অভিযোগ তোলেন অশোকবাবু। এরও প্রতিবাদ জানিয়ে আগামী ৭ মার্চ মহকুমা পরিষদের সামনে অবস্থানে কর্মসূচি নেওয়া হয়েছে। অশোকবাবুর অভিযোগ, “অন্য দলের সদস্যদের লোভ দেখিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজেদের দলে টেনে নিচ্ছেন। এটি গণতন্ত্রের বিরোধী।” এর উত্তর দিতে চাননি মন্ত্রী। গৌতম দেব বলেন, “উনি প্রলাপ বকছেন। ওঁর কথার গুরুত্ব নেই। মহকুমা পরিষদে কাজ হচ্ছে কি না সেটাই বিচার্য বিষয় হওয়া উচিত।” |