প্রথম বিয়ে গোপন করে দ্বিতীয়বার বিয়ে করার অভিযোগে গ্রেফতার হয়েছেন এক যুবক। বৃহস্পতিবার সন্ধ্যেয় বিয়ের আসর থেকেই তাঁকে পুলিশ পাকড়াও করেছে। শামুকতলা থানার কয়াখাতা গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে ধৃত যুবকের নাম সঞ্জয় বর্মন। তিনি কয়াখাতা এলাকার বাসিন্দা। প্রথম স্ত্রীর অভিযোগের ভিত্তিতেই তাঁকে ধরেছে পুলিশ। পেশায় দিন মজুর সঞ্জয়বাবুর স্ত্রী লক্ষ্মীদেবীর অভিযোগ, “বিয়ের প্রথম এক বছর ভাল ভাবে সংসার চললেও, এক বছর পর থেকে সন্তান না হওয়ার জন্য আমাকে মারধর করা হত। আমাকে না জানিয়ে প্রতিবেশী এক তরণীকে বিয়ে করার মতলব নিয়েছিল। এর পরেই পুলিশে অভিযোগ দায়ের করি।” যদিও ধৃত সঞ্জয় পাল্টা দাবি করে বলেন, “লক্ষ্মীকে জানিয়েই বিয়ে করতে যাই। এখন মিথ্যা অভিযোগ করছে।” শামুকতলার ওসি বিনোদ গজমের বলেন, “লক্ষ্মী বর্মনের অভিযোগ পেয়ে এ দিন সন্ধায় বিয়ের আসর থেকে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”
|
বাম আমলে চা বাগানের শ্রমিকদের স্বার্থরক্ষা হয়নি বলে নালিশ করলেন তৃণমূল শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন। তাঁর অভিযোগ, সেই সময় এক থেকে দেড় টাকা মজুরি বাড়ানো হত। প্রতি বছর ২০-২৫ টি চা বাগান বন্ধ হত। তৃণমূল ক্ষমতায় এসে ২৮ টাকা মজুরি ও ২০ শতাংশ বৃদ্ধি করেছে। ৪১টি চা বাগান খোলা হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ার পুরহলে তৃণমূল টি প্লান্টেশন ওয়াকার্স ইউনিয়নের তৃতীয় বার্ষিক সন্মেলনে দোলাদেবী উপস্থিত ছিলেন।
|
শিলিগুড়ি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে ফুলেশ্বরীর উপরে সেতুর শিলান্যাস করলেন পুরসভার মেয়র গঙ্গোত্রী দত্ত। ৬৫ লক্ষ টাকায় সেতুটি নির্মাণ হচ্ছে। সেতুটি হলে হাকিমপাড়া-রবীন্দ্রনগরের যোগাযোগে সুবিধা হবে। উপস্থিত ছিলেন সুজয় ঘটক সহ কাউন্সিলররা।
|
এটিএম কার্ড বদলে এক শ্রমিকের ব্যাঙ্কের টাকা আত্মসাৎ করল এক দুষ্কৃতী। ফালাকাটার জটেশ্বর গ্রাম পঞ্চায়েতের হেদায়েতনগর গ্রামের ওই যুবক গত মঙ্গলবার ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেছেন।
|
লাটাগুড়িতে আইনি সচেতনতা শিবির হল। লাটাগুড়ি যুব মঞ্চের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে স্থানীয় নেতাজি সঙ্ঘের অডিটোরিয়ামে এই সচেতনতা সভাটি হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা জজ দেবাশিস মুখোপাধ্যায় এবং আইনি পরিষেবা কর্তৃপক্ষের সাধারণ সম্পাদক চিরঞ্জিৎ ভট্টাচার্য। |