উত্তরকন্যা তৈরি করতে গিয়ে ব্যপক দুর্নীতি হয়েছে বলে সন্দেহ প্রকাশ করলেন প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্য। এই দুর্নীতির তদন্ত দাবি করলেন তিনি। বৃহস্পতিবার শিলিগুড়িতে সিপিএম দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবি তোলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা শিবপুরের বিই কলেজের মত বিশেষজ্ঞ কাউকে দিয়ে কমিটি তৈরি করে তদন্ত করানোর পক্ষপাতী তিনি।
যদিও তাঁর অভিযোগের জবাব তাঁর কাছে আছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। সঠিক সময়ে তা জনগণের কাছে পেশ করবেন বলেও জানান তিনি। এ দিন জেলা বামফ্রন্টের পক্ষ থেকে ডাকা একটি সাংবাদিক বৈঠকে অশোকবাবু অভিযোগ করেন, “উত্তরকন্যা তৈরিতে প্রথমে ১৩ কোটি টাকার কাজ বলা হয়েছিল। পরে সেটা ৬১ কোটি টাকার প্রকল্পে পরিণত হল। কেন?”
তাঁর দাবি, কোনও পছন্দের লোককে কাজ পাইয়ে দিতেই এই মূল্যবৃদ্ধি কিনা তা তদন্ত করলেই বেরিয়ে আসবে। সরকারের সাহস থাকলে তাঁরা তদন্ত শুরু করাক বলেও দাবি করেন তিনি।
যদিও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মনে করছেন তৃণমূল সরকারের তিন বছরের সাফল্যে হিংসেয় জ্বলছেন অশোকবাবু। তাই এ কথা বলছেন তিনি। তিনি বলেন, “আমার কাছে সমস্ত কাজের তথ্য ও কাগজপত্র রয়েছে। তা যথা সময়ে আমি প্রকাশ করব। কারও কিছু বলাতে যায় আসে না।” রাজ্য সরকারের বিজ্ঞাপন দিয়ে কাজের বর্ণনাকেও কটাক্ষ করেন তিনি। বেশিরভাগ কাজই তাঁর আমলে হয়েছে বলে দাবি করেন অশোকবাবু। যা হাস্যকর বলে মনে করছেন মন্ত্রী। |