ভোজ খেয়ে অসুস্থ বর-কনে
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিয়ে বাড়ির ভোজ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন বর ও কনে-সহ সাত জন। বৃহস্পতিবার সকালে বমি, পায়খানা ও পেটে যন্ত্রণা নিয়ে তাঁরা বিষ্ণুপুর হাসপাতালে ভর্তি হন। তাঁরা সকলেই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার ফুলবেড়িয়া গ্রামের বাসিন্দা। হাসপাতালে শুয়েছিলেন ওই বিয়েবাড়ির বর জামাল চৌধুরী। তিনি বলেন, “প্রায় ৪০০ জন নিমন্ত্রিতকে বিরিয়ানি খাওয়ানো হয়। কিন্তু আমি, আমার স্ত্রী আজরমা বিবি-সহ সাত জন কেন অসুস্থ হয়ে পড়লাম বুঝতে পারছি না।” হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভর্তি হয়েছেন চার পুরুষ ও তিন জন মহিলা। খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বলে মনে করছেন চিকিৎসকেরা।
|
অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, পরিবহণ ও নির্মাণ কর্মীদের নিয়ে বৃহস্পতিবার একটি সচেতনতা শিবির হল বিষ্ণুপুর বাসস্ট্যান্ডে। আয়োজক রাজ্য সরকারের শ্রম দফতর। উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের পুরপ্রধান তথা রাজ্যের বস্ত্র মন্ত্রী শ্যামাপ্রসাদ মখোপাধ্যায়, উপ-পুরপ্রধান বুদ্ধদেব মুখোপাধ্যায় ও শ্রম দফতরের আধিকারিকরা। সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। শিবির শেষে বিভিন্ন প্রকল্পের টাকার চেক ৬১ জন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, পরিবহণ ও নির্মাণ কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।
|
পুরুলিয়ায় ডিভিসি-র নির্মীয়মান তাপবিদ্যুৎ প্রকল্পের ওয়াটার করিডরের পাইপে আগুন লাগল। বৃহস্পতিবার নিতুড়িয়ার ভূরকুণ্ডাবাড়ির কাছে দু’টি পাইপে আগুন দেয় কয়েকজন। পুলিশ ও ডিভিসি-র কর্মীরা গিয়ে আগুন নেভান। |