মোদীকে তোপ বাজপেয়ীর ভাইঝির
ংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি করুণা শুক্ল। আজ দুপুরে কংগ্রেসের সদর দফতরে মহা ধুমধামের সঙ্গে তাঁকে বরণ করে নেওয়া হয়। আর কংগ্রেসে যোগ দিয়েই বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন তিনি। বললেন, “এমন এক জনকে প্রধানমন্ত্রী প্রার্থী করা হয়েছে, যিনি স্বামীর ধর্ম বা রাজধর্ম কোনওটাই পালন করেননি। শুধু বানিয়ে বানিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে মিথ্যা প্রচার করছেন।”
করুণার পাশাপাশি আজ সন্ধ্যায় সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে কংগ্রেসে যোগ দিয়েছেন তেলঙ্গনা রাষ্ট্র সমিতির (টিআরএস) সাংসদ তথা বিখ্যাত তেলুগু অভিনেত্রী বিজয়াশান্তিও। কংগ্রেস সূত্রে খবর, তেলঙ্গানা হলেও টিআরএস-কে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দিতে টালবাহানা করছেন কে চন্দ্রশেখর রাও। তাই চন্দ্রশেখরের উপর চাপ বাড়াতে টিআরএস নেতা-কর্মীদের নিজের দিকে টানার চেষ্টা চালাচ্ছে কংগ্রেস।
৬৩ বছরের করুণা বিজেপি-র প্রাক্তন সহ-সভাপতি ছিলেন। গত অক্টোবরে বিজেপি ছাড়েন ছত্তীসগঢ়ের এই নেত্রী। ছত্তীসগঢ়ের বিলাসপুর লোকসভা কেন্দ্রে এ বার করুণাকে প্রার্থী করতে পারে কংগ্রেস।
কংগ্রেস নেতা জনার্দন দ্বিবেদী বলেন, “করুণা শুক্লর কংগ্রেসে সামিল হওয়ার প্রতীকি তাৎপর্য রয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রাজনৈতিক সংস্কৃতিতে বড় হয়েছেন করুণা। ৩২ বছর ধরে রাজনীতি করছেন। কিন্তু বাজপেয়ী অসুস্থ হওয়ার পর বিজেপি-তে যে অবক্ষয় শুরু হয়েছে, তা উনি আর মেনে নিতে পারছেন না।” একই কথা বলছেন করুণাও।
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, করুণাকে কংগ্রেসে সামিল করিয়ে মোদী বিরোধী বার্তা দেওয়ার পাশাপাশি ছত্তীসগঢ় রাজনীতির অঙ্কও রয়েছে। গত লোকসভা ভোটে ছত্তীসগঢ়ের ১১টির মধ্যে মাত্র একটি আসনে জিতেছিল কংগ্রেস। এ বারও বিধানসভা ভোটে কংগ্রেস বিজেপি-র কাছে পরাস্ত হয়েছে। কিন্তু ১৫টি আসনে খুবই কম ব্যবধানে হেরেছে কংগ্রেস। তাই লোকসভা ভোটে এ বার ভাল প্রার্থী দিয়ে ছত্তীসগঢ়ে আসন বাড়ানোই কংগ্রেসের লক্ষ্য। বাজপেয়ীর ভাইঝিকে দলে সামিল করানোর সেটাও একটা কারণ।

কোথায় কে
আসন: পূর্ব দিল্লি
সাংসদ: সন্দীপ দীক্ষিত (কংগ্রেস)
আপ প্রার্থী: রাজমোহন গাঁধী
আসন: কুরুক্ষেত্র
সাংসদ: নবীন জিন্দল (কংগ্রেস)
আপ প্রার্থী: বলবিন্দর কউর
আসন: শ্রীনগর
সাংসদ: ফারুক আবদুল্লা (কংগ্রেস)
আপ প্রার্থী: রাজা মুজফফর ভট্ট
আসন: সোলাপুর
সাংসদ: সুশীলকুমার শিন্দে (কংগ্রেস)
আপ প্রার্থী: ললিত বাবর
আসন: বীড়
সাংসদ: গোপীনাথ মুন্ডে (বিজেপি)
আপ প্রার্থী: নন্দু মাধব
আসন: ভাণ্ডারা-গোন্দিয়া
সাংসদ: প্রফুল্ল পটেল (এনসিপি)
আপ প্রার্থী:প্রশান্ত মিশ্র
আসন: বিদিশা
সাংসদ: সুষমা স্বরাজ (বিজেপি)
আপ প্রার্থী: ভগবৎ সিংহ রাজপুত
আসন: হিসার
সাংসদ: কুলদীপ বিষ্ণোই (এইচজেসি)
আপ প্রার্থী: যুধবীর সিংহ খালিয়া
আসন: মান্ডসৌর
সাংসদ: মীনাক্ষী নটরাজন (কংগ্রেস)
আপ প্রার্থী: পরস সাকলেচা


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.