|
|
|
|
নীতীশের বনধে সমর্থন বামেদেরও |
নিজস্ব সংবাদদাতা • পটনা
২৭ ফেব্রুয়ারি |
বিশেষ রাজ্যের মর্যাদার দাবিতে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকা বিহার বনধকে সমর্থন জানাল সিপিএম, সিপিআই। পাশাপাশি, ২ মার্চের ওই বনধে রাজ্যের সমস্ত দলকে সামিল হওয়ার আবেদন জানালেন নীতীশ।
আজ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন, ১ নম্বর অ্যানে মার্গে, সিপিআই এবং সিপিএম নেতাদের সঙ্গে নিয়ে নীতীশ বলেন, “২৮ ফেব্রুয়ারি, শুক্রবার রাজ্যের প্রতিটি গ্রামে মশাল-মিছিল বের করা হবে। ১ মার্চ ছাত্র-ছাত্রীদের নিয়ে প্রভাত ফেরি ঘুরবে শহরে-গ্রামে। সে দিনই সন্ধ্যা ৭টায় পাঁচ মিনিটের জন্য থালা-বাসন বাজাবেন রাজ্যবাসী।” নীতীশের বক্তব্য, “কোনও দাবি নিয়ে ঝামেলা করলে, তবেই কেন্দ্র দ্রুত তা নিয়ে সিদ্ধান্ত নেয়। সীমান্ধ্রকে ২৪ ঘণ্টার মধ্যে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া হল। কিন্তু এতদিন ধরে আমরা শান্তিপূর্ণ ভাবে রাজ্যের জন্য বিশেষ মর্যাদা চাইলেও কেন্দ্রের কানে আওয়াজ পৌঁছচ্ছে না।” এ বার বিহারের বাড়িতে বাড়িতে থালা-বাসন বাজলে দিল্লিতে সে শব্দ পৌঁছবে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।
লোকসভা ভোটের আগে রাজ্যের বিশেষ মর্যাদার দাবিতে তিনি যে আরও বেশি করে সরব হতে চলেছেন তারও ইঙ্গিত দেন নীতীশ। মুখ্যমন্ত্রী বলেন, “৫ মার্চ থেকে রাজ্য জুড়ে সঙ্কল্প যাত্রা শুরু করব। নাগরিকদের এ নিয়ে সচেতন করাই আমার মূল লক্ষ্য হবে।” তিনি বলেন, “গাঁধীজির আদর্শে একদিনের সত্যাগ্রহ আন্দোলন করতেই ওই বনধ ডেকেছি। এরপর বৃহত্তর আন্দোলনও হতে পারে।”
একই দাবিতে ২৮ ফেব্রুয়ারি বিজেপি-র রেল রোকো কর্মসূচিকে অবশ্য সমর্থন করছেন না নীতীশ। তাঁর কথায়, “অন্য দলের অভিযান নিয়ে কিছু বলতে চাই না। তবে আমরা কোনও পরিষেবা ব্যাহত করব না। সংবাদ চ্যানেলে ছবির জন্য এই আন্দোলন শুরু করিনি।” |
|
|
|
|
|