রেশন কার্ড পাচ্ছে ভবঘুরে পরিবারও
লকাতার ভবঘুরেদেরও অন্নচিন্তার কিছুটা সুরাহা করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই জন্য মহানগরীর সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দিচ্ছে খাদ্য দফতর। এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েও খাদ্য দফতরকে সতর্ক করে দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তাঁর উদ্বেগ, এর ফলে না গ্রামগঞ্জ থেকে কলকাতায় লোক আসার হিড়িক পড়ে যায়!
ভবঘুরে পরিবারের হাতে রেশন কার্ড তুলে দিচ্ছেন পঞ্চায়েতমন্ত্রী
সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার খাদ্য ভবনে। ছবি: সুদীপ আচার্য।
দুর্ভিক্ষের সময় নিরন্ন গ্রামবাসীরা কী ভাবে শহরে চলে আসতেন, সাহিত্যে-চলচ্চিত্রে তা ধরা আছে। কাজের খোঁজে মফস্সলের মানুষ নিত্যদিনই মহানগরে আসেন। এর উপরে ভবঘুরেরা রেশন কার্ড পাচ্ছেন শুনে গ্রামের জনস্রোত কলকাতা ভাসাতে পারে বলে আশঙ্কা করছেন পঞ্চায়েতমন্ত্রী। বৃহস্পতিবার খাদ্য দফতরে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, “খাদ্যমন্ত্রীর চেষ্টায় রাজ্যে এক কোটি রেশন কার্ড উদ্ধার হয়েছে। আবার নতুন করে রেশন কার্ড দেওয়া হচ্ছে ভবঘুরেদের। কাজটা ভাল। তবু ওদের বলব, এমন ভাবে রেশন কার্ড দেওয়া উচিত হবে না, যাতে গ্রাম থেকে হুড়মুড় করে লোক ঢুকে পড়ে কলকাতায়।” এক সময় কলকাতার মেয়র ছিলেন বলেই যে তিনি এই ব্যাপারটা সম্পর্কে অবহিত, তা-ও জানান সুব্রতবাবু।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, পুরসভার মাধ্যমে কলকাতার ভবঘুরেদের তালিকা তৈরি করে রেশন কার্ড দেওয়া হচ্ছে। আগেই এই ধরনের ২৪৮৫টি পরিবারকে রেশন কার্ড দেওয়া হয়েছে। এ দিন আরও ১১৭টি পরিবারকে দেওয়া হল। অক্টোবরের মধ্যে কলকাতার সব ভবঘুরে পরিবারকে রেশন কার্ড দেবে খাদ্য দফতর। পঞ্চায়েতমন্ত্রীর উদ্বেগের ব্যাপারে খাদ্যমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে তিনি বলেন, “মুখ্যমন্ত্রীর স্লোগান হল, ‘সবার জন্য খাদ্য’। তাই সব ভবঘুরে পরিবারকেই রেশন কার্ড দেওয়া হবে।”
খাদ্য দফতরের উদ্যোগে এ দিনই প্রথম একটি ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করলেন পঞ্চায়েতমন্ত্রী। দোকানটি তৈরি হয়েছে ওই দফতরে ঢোকার মুখেই। বিভিন্ন ‘ব্র্যান্ডেড’ নামী সংস্থার পণ্য পাওয়া যাবে সেখানে। নাম রাখা হয়েছে ‘রৌদ্র-বৃষ্টি’। প্রতিটি জেলা ও মহকুমা শহরে এই ধরনের দোকান খোলা হবে। খাদ্যমন্ত্রী জানান, এই দোকান থেকে বাজারদরের তুলনায় ১০-১২ শতাংশ কম দামে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাবে। খাদ্যের মান পরীক্ষায় এ দিন একটি আধুনিক পরীক্ষাগারও চালু হল। এতে খরচ হয়েছে তিন কোটি টাকা।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.