ললিতা ছেত্রী, যমুনা মোদক, উন্নতি রায়-রা সকলেই শিলিগুড়ি পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডে দুর্গাগুড়ির বাসিন্দা। নিম্নবিত্ত ওই সমস্ত পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে উদ্যোগী হল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ। উত্তরবঙ্গ বাঁশ উন্নয়ন এবং কল্যাণ সংস্থার সহযোগিতায় এলাকার মহিলাদের বাঁশ থেকে ধূপকাঠি তৈরির প্রশিক্ষণ দিয়ে উপার্জনের ব্যবস্থা করছেন তাঁরা। রবিবার তারই সূচনা করলেন এসজেডিএ’র চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। তিনি বলেন, “প্রশিক্ষণ নিয়ে বাঁশ থেকে মেশিনের সাহায্যে মহিলারা সহজেই ধুপকাঠি তৈরি করতে বাড়িতে বসে রোজগার করতে পারবেন।” পরবর্তীতে ওই প্রশিক্ষণের মাধ্যমে মাটিগাড়া, খড়িবাড়ি, নকশালবাড়ির মতো বিভিন্ন প্রত্যন্ত এলাকায় মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী হবে এসজেডিএ। এ দিন প্রশিক্ষণ নিতে উৎসাহী দুর্গাগুড়ির অন্তত ৬০জন মহিলা নাম লেখান। স্থানীয় কমল রায়ের বাড়ির উঠোনে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বাঁশ উন্নয়ন সংস্থার তরফে জানানো হয়েছে, হাতে যন্ত্রটি চালিয়ে মহিলারা ধুপের কাঠি তৈরি করতে পারবেন। ওই যন্ত্রটি সংস্থাই কিনে নেবে। তাঁরাই বিপণনের ব্যবস্থাও করবেন। একটি বড় বাঁশ থেকে ১০ কিলোগ্রাম ধুপকাঠি মেলে। প্রশিক্ষণ পেয়ে ঠিক মতো কাজ রপ্ত হলে তা তৈরি করতে একজন মহিলার তিন থেকে চার ঘণ্টা সময় লাগবে। সংস্থার হয়ে প্রশিক্ষণ দেবেন ময়নাগুড়ির বাসিন্দা রঞ্জিত রায়। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত আইসিডিএস প্রকল্পের আধিকারিক তীর্থঙ্কর গুহরায় জানান, দুর্গাগুড়ি এলাকায় ২টি আইসিডিএস কেন্দ্র চালু করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
|
কৃষকদের থেকে আলু কেনার সরকারি টাকা আত্মসাতের মামলায় অভিযুক্ত নবদিগন্ত সমবায় সমিতির এক আধিকারিককে গ্রেফতার করল পুলিশ। রবিবার ওই আধিকারিককে জলপাইগুড়ি থেকে পুলিশ ধরেছে। ওই ঘটনায় গত সেপ্টেম্বরে ফরওয়ার্ড ব্লক নেতা তথা প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, তাঁর স্ত্রী-সহ সমিতির আধিকারিকের নামে জামিন অযোগ্য ধারায় মামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত গোবিন্দবাবু ও তাঁর স্ত্রী এখনও ফেরার। ধৃতকে সোমবার আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।
|
রাতে ক্রিকেট অনুশীলনের জন্য আলোর উদ্বোধন হল আঠেরোখাই সরোজিনী সঙ্ঘে। রবিবার তার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। গত বছর উত্তরবঙ্গ উন্নয়ন উৎসবের সময় পরিকাঠামো গড়তে তাদের ৫০ হাজার টাকা দিয়েছিলেন তিনি। ক্লাবের সম্পাদক দীপ্তেন্দু ঘোষ জানান, ক্লাবের তহবিল থেকে আরও ৪৬ হাজার টাকা দেওয়া হয়। তা দিয়ে আলোর বন্দোবস্ত করা হয়েছে। ক্লাব সূত্রে জানা গিয়েছে, কোচিং সেন্টারে অনূর্ধ্ব ১৪ বছরের ৬০ জন ছেলে রয়েছে। দু’জন কোচ তাদের অনুশীলন করান।
|
বিএসএফ জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানালেন এক মহিলা। শনিবার জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তিনি অভিযোগ জানান। ওই দিন জলপাইগুড়ি সদর থানার সীমান্তবর্তী দেউনিয়াপাড়ায় ঘটনাটি ঘটেছে। মহিলা পুলিশকে জানিয়েছেন, বিএসএফের এক জওয়ান তাঁর বাড়িতে গিয়ে শ্লীলতাহানি করেছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। অভিযোগ দায়ের হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং সাজানো বলে বিএসএফের দাবি। |