বাম আমলে প্রস্তাবিত প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার রাস্তা আজও তৈরি না হওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। প্রায় ২০ কিলোমিটার রাস্তাটির বাগমারী, ভবেনের হাট, বেহুলাবাড়ি হয়ে বাদিরমোড়ে গিয়ে বারুইপুর-ঘটকপুকুর রোডের সঙ্গে মিলিত হওয়ার কথা। ২০০৮ সালে এই রাস্তা তৈরির জন্য প্রস্তাবও দেওয়া হয়েছিল।
রাস্তাটি তৈরি হলে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার মৌখালি, বাগমারী, ঝোড়োর মোড়, খুঁচিতলা, মিলনবাজার, বেহুলাবাড়ি, বাদি প্রভৃতি গ্রামের মানুষ উপকৃত হবে। কিন্তু গুরুত্বপূর্ণ এই রাস্তাটি তৈরি না হওয়ার জন্য ক্ষোভ সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। |
ইট, ঝামা দিয়ে তৈরি রাস্তাটি সংস্কারের অভাবে এবড়ো-খেবড়ো হয়ে পড়েছে। পথ-চলতি মানুষ সাইকেল, রিকশা, মোটর সাইকেল নিয়ে যাতায়াত করতে নিত্যদিন অসুবিধার সম্মুখীন হচ্ছে। স্থানীয় বাসিন্দা বীরবল মণ্ডল, ইউনুস ঘরামিরা বলেন, “ওই রাস্তাটি তৈরি হলে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার ওই গ্রামগুলির সঙ্গে বারুইপুর-সোনারপুরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বেড়ে যেত। অথচ ওই রাস্তা তৈরির ব্যাপারে কারও হেলদোল নেই।”
ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার বিধায়ক রেজ্জাক মোল্লা বলেন, “প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে ওই রাস্তা তৈরির জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম। আজও কেন ওই রাস্তা তৈরি হল না বুঝতে পারছি না। এই সরকারের আমলে সব রাস্তাই সংস্কারের অভাবে বেহাল। কোনও কাজ করছে না।” ক্যানিং ২ ব্লক সভাপতি সওকত মোল্লা বলেন, “জেলা পরিষদের টাকায় ওই রাস্তার কাজ অবিলম্বে শুরু হবে। এ জন্য টাকাও বরাদ্দ হয়ে গেছে।” অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অলোকেশপ্রসাদ রায় বলেন, “প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে রাস্তা তৈরি জেলা বা রাজ্য সরকারের এক্তিয়ারভূক্ত নয়। কেন্দ্রীয় সরকার সরাসরি ওই প্রকল্পে রাস্তা তৈরি করে। কিন্তু ওই রাস্তা কী ভাবে সংস্কার করা যায় তা আমরা দেখছি।” |