|
|
|
|
গোপালনগরে শুরু ‘বিভূতি মেলা’ |
নিজস্ব সংবাদদাতা • গোপালনগর |
আট দিনের ‘বিভূতি মেলা’ শুরু হল গোপালনগরের হরিপদ ইনস্টিটিউশনের মাঠে। রবিবার থেকে শুরু হওয়া ওই মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজক, স্থানীয় বিভূতিভূষণ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি। প্রথম দিন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, তাঁর মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শোভাযাত্রার মাধ্যমে মেলার সূচনা হয়। উদ্বোধন করেন সাহিত্যিক তিলোত্তমা মজুমদার। |
|
—নিজস্ব চিত্র। |
মেলা এ বার ১৯ বছরে পড়ল। বিভিন্ন দিনে থাকছে বিভূতিভূষণ সম্পর্কে আলোচনা ও স্মৃতিচারণা, বাউল গান, ম্যাজিক শো, সঙ্গীত, যাত্রা, সাহিত্যবাসর, গুণিজন সংবর্ধনা-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রয়েছে সাংস্কৃতিক বিষয়ের উপরে প্রতিযোগিতা। মেলায় গান শোনাতে আসবেন রাঘব চট্টোপাধ্যায়। থাকছে গোবরডাঙার নাট্যসংস্থা ‘নকশা’র নাটক ‘ইচ্ছাপূরণ’।
মেলাটি পরিচালনা করছে ‘বিভূতিভূষণ মেলা কমিটি’। কমিটির যুগ্ম সম্পাদক দীপক চট্টোপাধ্যায় ও আশিস বসু বলেন, “বিভূতিভূষণের ১১৯ তম জন্মজয়ন্তী উদ্যাপন করতে এই মেলার আয়োজন। আমরা চাই, সাহিত্যিকের সৃষ্টি আরও বেশি মানুষের কাছে পৌঁছক।” প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক অভিজিৎ ভট্টাচার্য, বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমেন দত্ত প্রমুখ। বিধায়ক জানান, স্থানীয় ব্যারাকপুরে বিভূতিভূষণের বাড়িতে তাঁর সাহিত্য-কর্ম নিয়ে একটি সংগ্রহশালা তৈরির চেষ্টা চলছে। |
|
|
|
|
|