অসম ও দুই বাংলার শিল্পীদের নিয়ে ভাওয়াইয়া উৎসবের আসর বসছে কোচবিহারে। ২৫-২৬ ডিসেম্বর তুফানগঞ্জের দেওচড়াই হাইস্কুল চত্বরে উৎসবের আয়োজন করেছে নায়েব আলি (টেপু) স্মরণ সমিতি। উৎসবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অনুষ্ঠানে থাকবেন অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী উপেন বিশ্বাস। সমাপ্তি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে থাকবেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। বুধবার সাংবাদিক বৈঠক করে উৎসবের ওই সূচি ঘোষণা করেন নায়েব আলি স্মরণ সমিতি সভাপতি তথা নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। স্মরণ সমিতি সূত্রে জানা যায়, কোচবিহারের চৌকুশী বলরামপুরের বাসিন্দা ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী নায়েব আলি ওরফে টেপু মিয়াঁর প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাওয়াইয়া চর্চায় উৎসাহ দিতে ২০০৯ সাল থেকে প্রতি বছর ওই উৎসব হয়। প্রস্তুতি অনেকটা এগিয়েছে। বাংলাদেশের শিল্পীদের মধ্যে মৌসুমী আখতার, ভূপতিভূষণ বর্মার নাম চূড়ান্ত। এ পার বাংলার শিল্পীদের মধ্যে পারভিন সুলতানা, যূথিকা সরকার, তুলসী সরকার, শৈব্যা রায়, মিনতি রায়-সহ অনেকের নাম আছে। এ ছাড়াও অসমের কয়েক জন শিল্পী ভাওয়াইয়া পরিবেশন করবেন। তাঁদের মধ্যে হামিদা সরকার, ললিত রায়, কেরামত আলি ও আব্দুল জব্বার প্রমুখের নাম রয়েছে। স্মরণ সমিতির সভাপতি বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “নায়েব আলির ১০৩ তম জন্মবার্ষিকীতে দুই বাংলা ও অসমের শিল্পীদের সমন্বয়ে ভাওয়াইয়ার প্রসারের কথা মাথায় রেখে আয়োজিত ওই উৎসবের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। শিক্ষামন্ত্রী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।” পাশাপাশি নায়েব আলির রেকর্ড করা গানের সিডি করার পরিকল্পনার কথাও জানান সমিতির কর্তারা। রবীন্দ্রনাথবাবু জানান, নায়েব আলির অবদান আরও ছড়িয়ে দিতেই তাঁর রেকর্ড করা ২ টি গান নতুন ভাবে সিডির মাধ্যমে তুলে ধরার প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী চার মাসের মধ্যে মুখ্যমন্ত্রীকে দিয়ে কলকাতায় ওই সিডি প্রকাশ করার চেষ্টা হচ্ছে। নায়েব আলি (টেপু) স্মরণ সমিতির সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “ওই উৎসব মঞ্চ থেকে উত্তরবঙ্গের পাঁচ জন কৃতী ভাওয়াইয়া শিল্পীকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি সংবর্ধনা জানাব।” |