পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর পরিকাঠামো রয়েছে কি না দেখতে মেদিনীপুর মেডিক্যালে এল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার (এমসিআই) এক প্রতিনিধি দল। বুধবার ৪ সদস্যের দলটি এসে পৌঁছয়। কাল, শুক্রবার পর্যন্ত এই পরিদর্শন চলবে। কলেজ সূত্রে খবর, এমসিআইয়ের প্রতিনিধিরা এ দিন কয়েকটি বিষয়ে অধ্যক্ষ শুদ্ধদন বটব্যাল-সহ কয়েকজন আধিকারিকের সঙ্গে কথা বলেন। কয়েকটি বিভাগ ঘুরে দেখেন। বিভিন্ন বিভাগে ঠিক কী কী পরিকাঠামো রয়েছে, আরও কী কী পরিকাঠামো জরুরি, তা দেখে নেন। |
মেদিনীপুর মেডিক্যালে পোস্ট গ্র্যাজুয়েট কোর্স চালুর তোড়জোড় শুরু হয়েছে কয়েক মাস আগে থেকে। এ জন্য কর্তৃপক্ষের কাছে আবেদনও জানানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত আবেদন জানানো হয়। তাতে সাড়া দেওয়ার আগে কলেজের পরিকাঠামো খতিয়ে দেখা জরুরি। সে জন্য আগেই মেডিক্যালে এসেছিল স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি দল। ৩ সদস্যের ওই দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনোজ ঘোষ, চিকিৎসক লক্ষ্মীকান্ত ঘোষ ও অনুপ দাস। দু’দিন ধরে সেই পরিদর্শন চলে। এ বার এমসিআইয়ের দল পরিদর্শনে এল। রেজিওলজি, চেস্ট, মেডিসিন-সহ ১৪টি বিষয়ে ৪০ জন ছাত্রছাত্রী যাতে এখানে থেকে পিজি কোর্সে পড়তে পারেন, প্রাথমিক ভাবে সেই পরিকল্পনা করেছেন মেডিক্যাল কর্তৃপক্ষ। এমসিআই থেকে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের কাছে সেই আবেদন জানানো হয়েছে। মেদিনীপুর মেডিক্যালের এক আধিকারিক বলেন, “পিজি কোর্স চালু হলে রোগীরাও উপকৃত হবেন। নিউরো-সহ বেশ কয়েকটি ইউনিট খোলা যাবে। তখন আর রোগীদের কলকাতায় পাঠাতে হবে না।” |