রোগীমৃত্যুর তদন্তে কমিটি
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
শিলিগুড়ি জেলা হাসপাতালের শৌচাগারে পড়ে রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে চিকিৎসার নথিপত্র সংগ্রহ করল বিশেষ কমিটি। বুধবার তিন সদস্যের ওই তদন্ত কমিটি মৃত রোগী বিপুল সিংহের চিকিৎসা সংক্রান্ত নথি (বিএইচটি) নিয়ে তা খতিয়ে দেখার কাজ শুরু করেছে। পাশাপাশি যে নার্স ঘটনার সময় ওয়ার্ডের দায়িত্বে ছিলেন তাঁকে চিঠি পাঠিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিনিধিরা তাঁর সঙ্গে শীঘ্রই কথা বলবেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গত সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি গুরুতর অসুস্থ রোগী বিপুল সিংহ ওয়ার্ডের শৌচাগারে গিয়ে পড়ে মারা যান। তাঁর মতো অসুস্থ রোগী হাসপাতালের ওয়ার্ডে শৌচাগারে একাই গেলে সঙ্গে কোনও স্বাস্থ্যকর্মী ছিলেন না কেন তা নিয়ে অভিযোগ উঠেছে। মেয়র গঙ্গোত্রী দত্তের বাড়ির দারোয়ান হওয়ায় তিনি নিজেই এ ব্যাপারে অভিযোগ জানিয়েছেন।
|
স্বাস্থ্যপরীক্ষা শিবির
নিজস্ব সংবাদদাতা • রানিগঞ্জ |
একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহায়তায় রানিগঞ্জের সিহারসোল স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বিনা খরচে রক্তের শ্রেণি নির্ণয়, স্বাস্থ্যপরীক্ষা শিবির ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বুধবার। ২৯২ জনের স্বাস্থ্যপরীক্ষা হয়। প্রশিক্ষণ নেন ৪০ জন।
|
এলাকা পরিদর্শনে স্বাস্থ্যকর্তারা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
আসানসোল মহকুমা হাসপাতালে ন্যায্য দামে ওষুধ বিক্রয়কেন্দ্র চালু করার জন্য এলাকা পরিদর্শনে গেলেন স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব, পিপিপি অধিকর্তা গৌতম মজুমদার-সহ তিন প্রতিনিধি। মহকুমা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস জানান, হোমিওপ্যাথিক ক্লিনিক ও হাসপাতালের বহির্বিভাগের ওষুধকেন্দ্র দু’টি তাঁরা দেখেছেন। যে কোনও একটি জায়গায় নতুন কেন্দ্র গড়ে উঠবে।
|
গর্ভপাতকে আইনসিদ্ধ করায় আর্য়াল্যান্ডের সিদ্ধান্তকে স্বাগত জানালেন সবিতা হালাপ্পানাভারের বাবা। তাঁর মেয়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। এ ব্যাপারে বিদেশ মন্ত্রকের হস্তক্ষেপেরও আর্জি জানান তিনি। গর্ভের সন্তান মারা যাওয়ায় শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়ে ভারতীয় বংশোদ্ভূত সবিতার। গর্ভপাত করাতে চাইলেও আইন বিরুদ্ধ বলে তা করতে অস্বীকার করে আর্য়াল্যান্ডের এক হাসপাতাল। ফলে মৃত্যু হয় তাঁর। সবিতার মৃত্যুর পর আর্য়াল্যান্ডের গর্ভপাত সংক্রান্ত আইন নিয়ে বির্তকের ঝড় ওঠে ভারত, ইংল্যান্ড-সহ বিশ্বের একাধিক দেশে। চাপে পড়ে সে দেশের সরকার সিদ্ধান্ত নেয়, প্রসূতির মৃত্যুর সম্ভাবনা থাকলে গর্ভপাত করানো যাবে।
|