কুলতলিতে বনধ নির্বিঘ্নেই
নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার |
মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে দলীয় দুই কর্মীকে গুলি করে, কুপিয়ে খুনের প্রতিবাদে বুধবার এসইউসি-র ডাকা ১২ ঘণ্টার বনধ কাটল নির্বিঘ্নেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বন্ধকে কেন্দ্র করে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জয়নগরের এসইউসি বিধায়ক তরুণ নস্করের অবশ্য দাবি, তাঁদের দলের দুই কর্মীর খুনের প্রতিবাদে ডাকা বনধকে মানুষ সমর্থন করেছেন। স্কুল-কলেজ, অফিস-কাছারি এবং যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। যদিও কুলতলির সিপিএম বিধায়ক রামশঙ্কর হালদারের দাবি, স্থানীয় মানুষ বন্ধ উপেক্ষা করে রাস্তায় বেরিয়েছিলেন। তাঁর অভিযোগ, “এ দিন বনধের সমর্থনে এসইউসি যে মিছিল বের করেছিল সেই মিছিল থেকে তাঁদের দলের লোকজনের উপরে হামলা চালানো হয়।” খুনের ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। |
স্কুল নির্বাচনে জয়ী সিপিএম, তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
স্কুল নির্বাচনে জিতল সিপিএম। রবিবার দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার শ্রীধরনগর শৈলেন্দ্র বিদ্যাপীঠ স্কুলে পরিচালন সমিতির নির্বাচন ছিল। ছ’টি আসনের মধ্যে পাঁচটিই দখল করে সিপিএম। একটি পেয়েছে কংগ্রেস। এ আগে স্কুলে ক্ষমতায় ছিল কংগ্রেস-তৃণমূল জোট। অন্য দিকে, কাশীনগর উচ্চতর হাইস্কুলে ৬টি আসনের মধ্যে সবকটিতেই জেতে তৃণমূল। এখানেও আগে কংগ্রেস ও তৃণমূলের জোট ক্ষমতায় ছিল। |
নকল সিমেন্ট, ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বাগদা |
নকল সিমেন্ট বিক্রির অভিযোগে এক মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে প্রতারণার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। |
তালা ভেঙে দোকানে চুরি
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ |
গ্রিলের তালা ভেঙে দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটল বারাসত থানার দত্তপুকুরের শিবালয় এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চুরি করে পালানোর সময় দুষ্কৃতীরা বোমাবাজি করে। দুই সোনার দোকানের মালিকের দাবি, দুষ্কৃতীরা প্রায় ১৫ ভরি সোনা ও ৮ কেজি রুপো নিয়ে গিয়েছে। |
পুকুরে তরুণীর দেহ
নিজস্ব সংবাদদাতা • পাথরপ্রতিমা |
পুকুর থেকে উদ্ধার হল এক তরুণীর দেহ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের ঢোলাহাট থানার গুরুদাসপুর গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সহেলি দাস (২০)। পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন সহেলি ওই দিন দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যান। পরে পুকুরে তাঁর মৃতদেহ ভাসতে দেখা যায়। |
দরজা ভেঙে টাকা, গয়না ও ফোন লুঠ হল। বুধবার, সোনারপুরে। গৃহকর্তা কল্যাণ চক্রবর্তী প্রহৃত হন বলে অভিযোগ। পুলিশ জানায়, কল্যাণবাবুর ঘর লাগোয়া অফিসের কোল্যাপসিব্ল গেট ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। পুলিশের অনুমান, পরিচিত কেউ এতে জড়িত। |