আগুন লাগল একটি বিস্কুট কারখানায়। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে খড়দহ থানা এলাকার সুখচর গির্জার কাছে।
স্থানীয়েরা জানান, দমকলের চারটি ইঞ্জিন প্রথমে কাজ শুরু করলেও দফায় দফায় মোট বারোটি ইঞ্জিন যায়। ততক্ষণে অবশ্য দু’টি ইউনিটে আগুন ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায় যন্ত্রপাতি-সহ এবং কয়েক লক্ষ বিস্কুট। শ্রমিকদের অভিযোগ, দমকল দেরিতে গিয়েছে। অন্য দিকে, কারখানায় জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ জানিয়েছেন দমকলকর্মীরা। দমকলের ডি ডিভিশনের আধিকারিক গৌরপ্রসাদ ঘোষ বলেন, “কারখানা কর্তৃপক্ষ রাত পর্যন্ত ক্ষতির হিসেব দেননি। আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। অগ্নি-নির্বাপণ ব্যবস্থা কেমন ছিল, সেই বিষয়টিও দেখছি।” |
আগুনের গ্রাসে সেই কারখানা। বুধবার। —নিজস্ব চিত্র |
বিটি রোডের পাশে ওই কারখানার কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে ঢুকতে না দিলেও কর্মীরা অবশ্য এই ঘটনায় নিজেদের গাফিলতির কথাই কার্যত স্বীকার করে নিয়েছেন। কারখানা সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে তিনটে নাগাদ কারখানার চার ও পাঁচ নম্বর ইউনিটে আগুন লাগে। রাত দু’টো পর্যন্ত সেখানে বাটার বাইট বিস্কুট তৈরি হচ্ছিল। ভোর থেকে ক্রিম ক্র্যাকার বিস্কুট তৈরি শুরু হয়। নিয়ম অনুযায়ী, ক্রিম ক্র্যাকারের ওভেনে আঁচ অনেক বেশি থাকায় বাটার বাইটের কনভেয়র বেল্ট বদলে দেওয়া হয় ক্রিম ক্র্যাকার তৈরির সময়ে। না হলে আগুন লাগার আশঙ্কা থাকে। এ দিন ওই বেল্ট বদলানো হয়নি বলেই শ্রমিকদের একাংশের বক্তব্য। কারখানা কর্তৃপক্ষ এ নিয়ে মুখ না খুললেও এলাকার তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ বলেন, “দেশের অন্যতম আধুনিক একটি বিস্কুট কারখানায় বড় ক্ষতি হয়ে গেল। কনভেয়র বেল্ট থেকেই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের ভূমিকা প্রথমে ঢিলেঢালা ছিল। কোনও শ্রমিকের ক্ষতি হয়নি, এটাই বাঁচোয়া।” |