|
|
|
|
আইন অমান্য বাম শ্রমিকদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করা-সহ বেশ কয়েক দফা দাবিতে বুধবার পশ্চিম মেদিনীপুরে আইন অমান্য কর্মসূচি পালন করে বামপন্থী শ্রমিক সংগঠনগুলো। দুপুরে শহরের বিদ্যাসাগর হলের মাঠ থেকে মিছিল শুরু হয়। পরে বটতলাচক, নান্নুরচক, কেরানিতলা ঘুরে মিছিল জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে পৌঁছয়। এখানে প্রতিবাদ সভা ও আইন অমান্য কর্মসূচি হয়।
সিপিএমের শ্রমিক সংগঠন সিটু, সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি সহ বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে ছিল বুধবারের এই কর্মসূচি। ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেড ইউনিয়ন আগামী ২০-২১ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে। ওই ধর্মঘট সফল করার জন্যও এ দিন আবেদন জানানো হয়। |
|
বামেদের আইন অমান্য। নিজস্ব চিত্র |
মেদিনীপুরে আইন অমান্য কর্মসূচিতে নেতৃত্ব দেন সিটু নেতা কালী নায়েক, বিশ্বনাথ দাস, এআইটিইউসি নেতা জ্যোতিলাল বন্দ্যোপাধ্যায়, বিপ্লব ভট্ট প্রমুখ। অনভিপ্রেত ঘটনা এড়াতে জেলাশাসকের দফতরের সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। সেই সঙ্গে সকাল থেকেই কালেক্টরেট মোড়ে ছিল পুলিশি নজরদারি। তবে বামপন্থী শ্রমিক সংগঠনগুলির আইন অমান্য কর্মসূচি ঘিরে কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।
অসংগঠিত কর্মীদের ন্যূনতম দশ হাজার টাকা বেতন দেওয়া, শ্রমিক স্বার্থে জাতীয় তহবিল গড়ার মতো বেশ কিছু দাবি জানিয়েছেন নেতৃত্ব। পাশাপাশি, তাঁদের বক্তব্য, ধর্মঘটের অধিকার কোনও ভাবেই হরণ করা যাবে না। বেসরকারিকরণ এবং বিলগ্নিকরণের চেষ্টা হলে আগামী দিনে আন্দোলন আরও জোরদার হবে। সরকারকেই শ্রমিকদের সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে বলে দাবি জানানো হয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর কর্মী-সমর্থকেরা আইন অমান্য কর্মসূচিতে যোগ দেন। |
|
|
|
|
|