|
|
|
|
মাঠ দাপালেন শিক্ষকেরা, তালিতে তারিফ পড়ুয়াদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাঠে নেমে খেলছেন শিক্ষকেরা। আর খেলা দেখছে ছাত্ররা। ব্যাটে লেগে বল মাঠের বাইরে গেলেই শুরু উচ্ছ্বাস-উদ্দীপনা। সঙ্গে হাততালি।
মেদিনীপুরের কুইকোটা শঙ্করী বিদ্যানিকেতনের উদ্যোগে এমনই এক প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শহরের তেঁতুলতলার মাঠে মঙ্গলবার থেকে শুরু হয়েছে টুর্নামেন্ট। সবমিলিয়ে ৮টি স্কুলের শিক্ষক- শিক্ষাকর্মীরা এতে যোগ দিয়েছেন। ঠিক ছিল, বুধবার বিকেলে ফাইনাল ম্যাচ হবে। তবে সেমিফাইনাল খেলা কিছুটা দেরিতে শুরু হওয়ায় এদিন আর ফাইনাল খেলা হয়নি। তা পরে হবে। ফাইনালে উঠেছে শহরের বিবেকানন্দ শিক্ষা নিকেতন এবং টুর্নামেন্টের আয়োজক স্কুল শঙ্করী বিদ্যানিকেতনই। |
|
ব্যাট হাতে শিক্ষকরা। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
কেন এমন উদ্যোগ? শঙ্করী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মিহিরকুমার বাগ থেকে ওই স্কুলের সহশিক্ষক দেবাশিষ কুন্ডু, সকলেরই বক্তব্য, “ছাত্রদের মধ্যে খেলাধুলোর প্রতি আগ্রহ তৈরি করতেই এই আয়োজন। পাশাপাশি, বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যেও সম্পর্ক গড়ে উঠবে। মাঠে নেমে খেলার আনন্দই আলাদা।” স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ হয়েছে। তাই টুর্নামেন্টের জন্য এই সময়টাকেই বেছে নিয়েছেন উদ্যোক্তারা। গত বছর থেকে এমন টুর্নামেন্ট শুরু হয়েছে। শহরের বাইরে গুড়গুড়িপাল হাইস্কুল, চাঁদড়া হাইস্কুল, চুয়াডাঙ্গা হাইস্কুলের মতো কয়েকটি স্কুলের শিক্ষক- শিক্ষাকর্মীরাও এতে যোগ দেন। চুয়াডাঙা হাইস্কুলের সহশিক্ষক সুদীপ খাঁড়া বলছিলেন, “এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এরফলে ছাত্ররাও খেলাধুলোর প্রতি আরও উৎসাহিত হবে।” |
|
|
|
|
|