টুকরো খবর |
বিদ্যাসাগর হোমে ক্রীড়া
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
|
অনুষ্ঠানে জেলাশাসক।—নিজস্ব চিত্র। |
মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোমের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হল বুধবার। এ দিনই সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, মহকুমাশাসক (সদর) অমিতাভ দত্ত, হোম সুপার ভারতী ঘোষ প্রমুখ। সোমবার থেকে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছিল। হোমের আবাসিকেরা দৌড়, জাম্প, হাঁড়ি ভাঙা প্রভৃতি বিভিন্ন প্রতিযোগিতায় যোগ দেন। বুধবার বসে যেমন খুশি সাজো প্রতিযোগিতার আসর। |
কাজের টোপে ধর্ষণ, ধৃত তিন খড়্গপুরে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খড়্গপুর লোকাল থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, গত রবিবার বুড়াচটি গ্রামের ওই যুবতীকে কাজ দেবে বলে নিয়ে গিয়েছিলেন গোকুলপুরের যুবক মিঠু মাইতি। তারপর বাড়িতে আটকে রেখে ওই যুবতীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ধর্ষণের পর মঙ্গলবার খালশিউলির কাছে একটি পুকুরে ফেলে দেওয়া হয় মেয়েটিকে। স্থানীয় বাসিন্দারাই ওই যুবতীকে উদ্ধার করেন। তাঁরাই যুবতীর বাড়িতে খবর দেন। পরে মেয়েটির আত্মীয়দের অভিযোগের ভিত্তিতে মিঠু ও তাঁর বাবা-মাকে গ্রেফতার করে পুলিশ। |
সাংস্কৃতিক অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কেন্দ্রীয় বিদ্যালয় ২-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল খড়্গপুর গ্রামীণ থানার কলাইকুণ্ডায়। মঙ্গলবার অনুষ্ঠান শুরু হয় সরস্বতী বন্দনা দিয়ে। স্বাগত ভাষণ দেন প্রধান শিক্ষক শিহরণ বসু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলাইকুণ্ডা বিমানঘাটির প্রধান প্রশাসনিক আধিকারিক রাকেশ চাড্ডা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। বিভিন্ন প্রতিযোগিতায় সফলদের পুরস্কৃত করা হয়। |
হামলার নালিশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সিপিএমের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় জখম হয়েছে চারজন সিপিএম কর্মী-সমর্থক। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বেলদা থানার ঠাকুরচকে। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় এ দিন বিকালে মিছিল ছিল সিপিএমের। পরে তৃণমূলও সেখানে পাল্টা মিছিল করে। সিপিএমের অভিযোগ, এই মিছিল থেকেই হামলা চালানো হয়। অভিযোগ উড়িয়ে তৃণমূলের নারায়ণগড় ব্লক সভাপতি মিহির চন্দ বলেন, “এলাকায় সন্ত্রাসের চেষ্টা করেছিল সিপিএম। স্থানীয় মানুষ তার জবাব দিয়েছে।” দু’পক্ষই পুলিশে অভিযোগ জানিয়েছে। |
ডেবরায় কর্মিসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
জনতা দল ইউনাইটেডের ডেবরা ব্লকের প্রথম বর্ষ কর্মিসভা হল বুধবার। বালিচক ব্যবসায়ী সমিতি হলে এই সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি অমিতাভ দত্ত, সম্পাদক অশোক দাস, রাজ্য সদস্য অতনু চক্রবর্তী, জেলা সভাপতি অমূল্যরতন দাস-সহ ২০০ জন প্রতিনিধি। রাজ্য সভাপতি জানান, রাজ্যে পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে এই সম্মেলনের আয়োজন। |
|