• সকাল সাড়ে ১০টা। শান্তিনিকেতন থেকে হেলিকপ্টারে করে সিউড়িতে নিজের কলেজে। কিছুক্ষণের মধ্যে তিনি মঞ্চে ওঠেন। অনুষ্ঠানে ১ ঘণ্টা ছিলেন। এক ঘণ্টা পরে অনুষ্ঠান শেষে কলেজে ‘চা-চক্রে’ যোগ দেন। সেখানে ১০ মিনিট সময় কাটান।
• বেলা ১১.৫৫। চলে যান হেলিপ্যাডের দিকে।
• দুপুর ১২.৪০। শান্তিনিকেতনে নামেন তিনি। কয়েক মিনিটের জন্য রথীন্দ্র অতিথিগৃহে জিরিয়ে নেন।
• ১টা ৫ মিনিট। উত্তরায়ণে অনুষ্ঠান মঞ্চে যোগ দিয়ে নিজে বক্তব্য রাখেন।দুপুর ২.১৫ মিনিট পর্যন্ত মঞ্চে ছিলেন। উত্তরায়ণেই দুপুরের আহার সারেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়, বিশ্বভারতীর উপচার্য সুশান্ত দত্তগুপ্ত, চিত্রকর যোগেন চৌধুরী-সহ বিশিষ্টজনের সঙ্গে। আহারে ছিল লুচি, ভাত, বেগুন ভাজা, শুক্ত, মুগ ডাল, পছন্দের পোস্তর বড়া, চাটনি, গুড়ের সন্দেস, দই।
আহারের আগে যোগেন চৌধুরী নিজের হাতে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতি তুলে দেন রাষ্ট্রপতির হাতে। সেই সময় বিশ্বভারতীর খেয়াল খাতায় বিশ্বভারতী সম্পর্কে কিছু লেখার জন্য তাঁকে অনুরোধ করেছিলেন উপাচার্য। তাতে তিনি শুধু সই করেন।
• বিকেল ৩.১০। শান্তিনিকেতন ছাড়েন রাষ্ট্রপতি। |