সরকারের উপর চাপ বাড়াতে পাহাড়-সমতল জুড়ে গোর্খাল্যান্ডের দাবিতে নতুন করে জনসভা করার ডাক দিল গোর্খা জনমুক্তি মোর্চা। সোমবার সন্ধ্যায় দার্জিলিঙের পাতলেবাসে মোর্চার সদর দফতরে কেন্দ্রীয় কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়েছে। মোর্চা সূত্রের খবর, ১৬ নভেম্বরের পর থেকে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, মিরিক এবং শিলিগুড়িতে জনসভাগুলি হবে। প্রতিটি সভায় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) চিফ এক্সিকিউটিভ মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ প্রতিটি সভায় উপস্থিত থাকবেন।
মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, “আমরা ত্রিপাক্ষিক চুক্তি সই করেছি ঠিকই। কিন্তু গোর্খাল্যান্ডের দাবি ছাড়িনি। জিটিএ-র চুক্তিতে তা রয়েছে। তাই জিটিএ-র মধ্যে থেকেই আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করব। এরই অঙ্গ হিসাবে জনসভার ডাক দেওয়া হয়েছে। সভার দিন দ্রুত ঘোষণা করা হবে।”
সুবাস ঘিসিং-র এর জিএনএলএফকে পিছনে ফেলে ২০০৭ সালে বিমল গুরুঙ্গ মোর্চা গঠন করেন। প্রথম থেকেই আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন শুরু হয়। টানা ৩ বছর আন্দোলনের পর ২০১১ সালের ১৮ জুলাই শিলিগুড়ির অদূরে পিনটেল ভিলেজে কেন্দ্র, রাজ্য ও মোর্চা সঙ্গে জিটিএ চুক্তি স্বাক্ষর হয়। এর পরে এ বছরের জুলাই মাসে নির্বাচনের মাধ্যমে ৪৫ সদস্যের জিটিএ গঠন হয়। বিমল গুরুঙ্গ প্রধান নির্বাচিত হন। ১৪ জনের জিটিএ কার্যকরী কমিটি তৈরি হয়। কেন্দ্রের তরফে ২০০ কোটি টাকার অনুদানও ঘোষণা হয়। তারমধ্যে ৮০ কোটি টাকা জিটিএ-র হাতে এসে পৌঁছায়। সম্প্রতি প্রায় ৩৫০ কোটি টাকার বাজেট তৈরি করে জিটিএ। কিন্তু রাজ্য সরকার দফতর হস্তান্তর, আর্থিক অনুদান দিচ্ছে না বলে অভিযোগ তুলে সরব হতে থাকেন মোর্চা নেতারা। মোর্চার পাহাড়ের বিধায়কেরা কোনও কাজ হচ্ছে না বলে পাল্টা অভিযোগ তোলেন। এই পরিস্থিতিতে গত সপ্তাহেই জিটিএ প্রধান-সহ সদস্যদের রাষ্ট্রমন্ত্রী, সচিবদের মতো সমপর্যায়ের মর্যাদা দেয় রাজ্য। কিন্তু আর্থিক অনুদান পাশাপাশি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের অংশ দেওয়া হচ্ছে না বলে ফের মোর্চা নেতারা সরব হন। এমনকী, জিটিএ এলাকায় লামাহাটায় একটি পর্যটন আবাস সরকার তৈরি করে রাজ্যের হাতে রাখায় মোর্চা নেতাদের ক্ষোভ বাড়তে থাকে। শেষ পর্যন্ত পর্যটন কেন্দ্রের উদ্বোধন স্থগিত রাখতে হয় রাজ্য সরকারকে। এই পরিস্থিতিতে ২৯ নভেম্বর রাজ্য সরকার জিটিএ নিয়ে কলকাতায় বৈঠক ডেকেছে। তার আগে সরকারের উপরে চাপ বাড়তেই এই জনসভার ঘোষণা বলে রাজনৈতিক মহলের অনুমান।
এর পাশাপাশি, আগামী ১৬ নভেম্বর দার্জিলিঙের সারা দেশের গোর্খাদের নিয়ে সেমিনারের ডাক দিয়েছে মোর্চা। দলের সাধারণ সম্পাদক রোশন গিরি জানান, গোটা দেশের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেবেন। গোর্খাদের সমস্যা, বঞ্চনার কথা সেমিনারে তুলে ধরা হবে। তার পরেই জনসভাগুলি হবে। |