সমবায় সমিতির অফিসে লুঠ, গ্রেফতার দুষ্কৃতী |
জাতীয় সড়কের ধারে সমবায় সমিতির অফিসে দুষ্কৃতীরা হামলা চালিয়ে লক্ষাধিক টাকা লুঠ করে পালাল। রবিবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মেচেদায় শান্তিপুর গ্রামে এই ঘটনার সময় স্থানীয় বাসিন্দারা তাড়া করে এক দুষ্কৃতীকে ধরে ফেলেন। পুলিশ জানিয়েছে, ধৃত দুষ্কৃতীর নাম দীপক ভুঁইয়া। তার বাড়ি কাঁথির রামনগর থানার ফেরিভারেঙ্গা গ্রামে। তমলুকের এসডিপিও পারিজাত বিশ্বাস বলেন, “মেচেদার ওই সমবায় সমিতির অফিস থেকে দু’লক্ষ নয় হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। দুষ্কৃতীদের এক জনকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে কয়েক হাজার টাকা উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেচেদা বাজার সংলগ্ন শান্তিপুর পশ্চিম পাড়ায় হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে একটি বাড়ি ভাড়া নিয়ে ওই সমবায় সমিতির অফিস। রবিবার রাত ১টা নাগাদ গাড়িতে চেপে ওই দুষ্কৃতীদল সমবায় সমিতির অফিসে হানা দেয়। অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে তারা। লকার ভেঙে লক্ষাধিক টাকা লুঠ করে। এ দিকে, হামলার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। বেগতিক বুঝে দুষ্কৃতীরা পালিয়ে যায়। এরই মধ্যে এক জনকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। পরে পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
|
সমবায় সপ্তাহের প্রস্তুতি কাঁথিতে |
আন্তর্জাতিক সমবায় বর্ষ উপলক্ষে পূর্ব মেদিনীপুর রেঞ্জ ২-এর কাঁথি সমবায় ইউনিয়ন আগামী ১৪ নভেম্বর থেকে ২০ নভেম্বর সমবায় সপ্তাহ পালন করতে চলেছে। সোমবার এক সাংবাদিক বৈঠকে কাঁথি সমবায় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় যে এগরা মহকুমার ১৩টি ব্লক জুড়ে নানান কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান পালিত হবে। চেয়ারম্যান সাংসদ শুভেন্দু অধিকারী বলেন, “কাঁথি ও এগরা মহকুমার ১৩টি ব্লক ও ২টি পুর এলাকার সমবায় ব্যাঙ্ক ও সমিতিগুলির সহযোগিতায় সমবায় সপ্তাহের বিভিন্ন দিনে সমবায়ের বিভিন্ন দিকগুলি নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বর্তমানে নতুন আইনি জটিলতা, আদালতের হস্তক্ষেপে রাজ্যের সমবায় আন্দোলন কিছুটা ব্যাহত হলেও সমবায় সপ্তাহের মূলসুরকে (সমবায় সংস্থা গড়ে তোলে শ্রেয়তর বিশ্ব) সামনে রেখেই এ বছর সমবায় সপ্তাহ উদ্যাপনের আয়োজন।” বৈঠকে কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক মধুসূদন দাস অধিকারী ছাড়াও ইউনিয়নের অন্যান্য কর্মকর্তারা হাজির ছিলেন।
|
চ্যাম্পিয়ন তেঁতুলিয়া ভ্যালেরিয়ান |
ফুটবলে চ্যাম্পিয়ন হল ষড়রং তেঁতুলিয়া ভ্যালেরিয়ান ক্লাব। রবিবার ষড়রং তেতুঁলিয়া ভ্যালেরিয়ান ক্লাবের পরিচালনায় একদিনের নকআউট ফুটবল প্রতিযোগিতা হয় স্থানীয় নরেন্দ্র ক্রীড়াঙ্গণে। ফাইনালে ষড়রং তেঁতুলিয়া ভ্যালেরিয়ান ক্লাব ২-০ গোলে দিঘা ঐকতান ক্লাবকে পরাজিত করে। ম্যাচ ও টুর্নামেন্টের সেরা হন বিজয়ী দলের বাপ্পাদিত্য রায়। ভগবানপুর-২ ব্লকের উদবাতাল সপ্ততীর্থ ক্লাবের পরিচালনায় শনি ও রবিবার দু’দিনের ফুটবল প্রতিযোগিতা হল উদবাতাল সাগরিকা ময়দানে। যোগ দিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলার মোট ১৬টি দল। রবিবার ফাইনালে মুগবেড়িয়া স্পোর্টিং ক্লাব ৪-০ গোলে কলকাতা রূপসী বাংলাকে পরাজিত করে। লক্ষ্মীপ্রিয়া গিরি ও বিশ্বেশ্বর সাউ স্মৃতি নকআউট ফুটবল টুুর্নামেন্টের তৃতীয় খেলায় সোমবার মুখোমুখি হয় কাঁথি এবিসিডি ও খড়্গপুর মেটালা ফুটবল অ্যাকাডেমি। মেটালা ফুটবল অ্যাকাডেমি ৪-০ গোলে জিতে যায়। সেরা খেলোয়াড় গোপাল মুর্মু।
|
বাসের ভাড়াবৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুরের জেলাশাসককে স্মারকলিপি দিল এসইউসি। হাসপাতাল মোড়ে কিছুক্ষণ অবরোধও করে তারা। |