|
|
|
|
শক্তি আরাধনায় জৌলুসের লড়াই |
আনন্দ মণ্ডল • তমলুক |
শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান তমলুকের কালীপুজোয় বরাবরই জাঁকটা বেশি। এ বার থিমের পুজোর বাজারে চলছে চমক দেওয়ার প্রতিযোগিতা। কেউ মণ্ডপসজ্জায় জোর দিয়েছে, তো কারও প্রতিমায় বাজেট বেশি। বাংলা চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের আনা হচ্ছে পুজোর উদ্বোধনে। সব মিলিয়ে এখন সাজো সাজো রব তমলুকে।
শহরের বাদামতলায় উত্তরায়ণ ক্লাবের কালীপূজার থিম ‘বুদ্ধের শান্তির বাণী’। শাক্তপুজোর মণ্ডপ হয়েছে বুদ্ধ মূর্তির আদলে। কাঠের টুকরো, পেতলের ঘটি, কাজললতা, কোষাকুষি, রেকাব প্রভৃতি দিয়ে মণ্ডপ সাজিয়েছেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। কুমোরটুলির শিল্পীর তৈরি মাটির শ্যামা প্রতিমাতেও বৌদ্ধশৈলী। ক্লাবের সম্পাদক প্রহ্লাদ ভট্টাচার্য জানান, “অশান্ত পৃথিবীতে বুদ্ধের শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এমন মণ্ডপ ও প্রতিমা করা হয়েছে।” মঙ্গলবার সন্ধ্যায় এখানে পূজার উদ্বোধন করবেন অভিনেত্রী সন্ধ্যা রায়। |
|
শালগেছিয়ার একটি মণ্ডপে প্রতিমা। —নিজস্ব চিত্র। |
তমলুক স্টেডিয়াম গেটের কাছে কিশোর সঙ্ঘের পুজোর থিম ‘আলোর খোঁজে’। কাচ, ফাইবার, টেস্টটিউব, মুলি বাঁশ দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ। তুলে ধরা হয়েছে নক্ষত্রজগতের রূপ। পৃথিবীর পাঁচ প্রধান প্রাকৃতিক উপাদানের প্রতীকী রূপ ধরা হয়েছে পুতুল দিয়ে। মাটির প্রতিমায় দেবী শ্যামার বিশেষ শক্তির রূপ। তমলুক হাসপাতাল মোড়ের ফাইভ স্টার ক্লাবের মণ্ডপসজ্জা করা হয়েছে ভূটানের একটি বৌদ্ধমন্দিরের আদলে। মুলি বাঁশের ছেলা দিয়ে ৬০ ফুট উচ্চতার এই মণ্ডপে থাকবেন মুক্তো দিয়ে তৈরি প্রতিমা। মঙ্গলবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধনে আসছেন টলিউডের নায়িকা শুভশ্রী ও সাংসদ শুভেন্দু অধিকারী। হাসপাতাল মোড়ের বিদ্রোহী সঙ্ঘের মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে যমপুরীর কাল্পনিক রূপ। কাগজের মণ্ড দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। তমলুকের শালগেছিয়া রাজদূত ক্লাবের মণ্ডপসজ্জা হয়েছে ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের আদলে। প্রতিমা পর্বতগুহায়। বন্যপ্রাণি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে পাহাড়ের আদলে বানানো মণ্ডপে থাকছে ফাইবার দিয়ে তৈরি জিরাফ, হাতি, ঘোড়া, বাঘ, ষাঁড়, বানর, ময়ূর প্রভৃতি। শালগেছিয়ার অমর সঙ্ঘের মণ্ডপসজ্জা হয়েছে তামিলনাড়ুর ভেলোর-এর কাছে গোল্ডেন টেম্পলের আদলে। খড়ের চাটাই, মাদুরকাঠি, তালপাতা, বাঁশের ছেলা প্রভৃতি উপকরণ দিয়ে ৬০ ফুট উচ্চতার বিশাল মণ্ডপ বানানো হয়েছে। নিমতলার সপ্তরথী দীপাবলি উৎসব কমিটির পুজোর অন্যতম আকর্ষণ ২২ ফুট উচ্চতার প্রতিমা। দক্ষিণেশ্বর মন্দিরের সাজে মাটির প্রতিমায় তারের তৈরি ঝলমলে মুকুট সকলের দৃষ্টি আকর্ষণ করবে বলে আশা পুজো উদ্যোক্তাদের। মালিজঙ্গলপল্লি ক্রিকেট ক্লাবের মণ্ডপসজ্জার থিম পোড়ামাটির কেল্লা। প্রাচীন কেল্লার ভিতর হবে শ্যামা মায়ের আরাধনা। দক্ষিণচড়া শঙ্করআড়ার রিভারপ্লেট ক্লাবের মণ্ডপ হচ্ছে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে। কাঁচের বোতল, বাঁশ দিয়ে তৈরি মণ্ডপে যামিনী রায়ের আঁকা মূর্তির আদলে বিরাজ করছে মাটির শ্যামা প্রতিমা।
তমলুক শহরের কালীপুজো নিয়ে প্রতি বছর প্রতিযোগিতার আয়োজন করে পুরসভা। এ বার তমলুক থানার পক্ষ থেকেও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির আশা উস্কে দিয়েছে পুজোর লড়াই। |
|
|
|
|
|