ইডেনে টার্নার চেয়ে ধোনির পাশে এ বার বোর্ডও
ংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হতে বাকি আর দিনদুয়েক। কিন্তু তার আগেই টেস্টের পিচ নিয়ে দেশজুড়ে টানাপোড়েন শুরু হয়ে গেল।
ঘটনাটা কী? বোর্ড চাইছে, আসন্ন টেস্ট সিরিজে ‘টার্নার’ দেওয়া হোক টিম ইন্ডিয়াকে। টেস্ট কেন্দ্রগুলোর কাছে সেই অলিখিত নির্দেশ পৌঁছেও দেওয়া হয়েছে। কিন্তু আচমকা সমস্যা দেখা দিয়েছে প্রথম দুই টেস্টের পিচকে ঘিরে। এক দিকে, আমদাবাদ। যেখানকার পিচ তেমন পছন্দ হয়নি মহেন্দ্র সিংহ ধোনিদের। মোতেরার কিউরেটর ধীরজ পারসানাকে পিচে বদল আনার কথা বলা হয়েছে। অন্য দিকে, ইডেন। যেখানেও ‘টার্নার’ নিয়ে বোর্ডের অলিখিত নির্দেশ এসেছে। কিন্তু কিউরেটর প্রবীর মুখোপাধ্যায় স্পষ্ট জানাচ্ছেন, লিখিত কোনও নির্দেশ হাতে না পেলে ‘টার্নার’ দেবেন না তিনি!
মোতেরায় কি মনপসন্দ পিচ পাবেন ধোনি। ছবি: রয়টার্স।
রবিবার চেন্নাইয়ে বোর্ড প্রেসিডেন্টের একটি অনুষ্ঠানে বোর্ডের বিভিন্ন উচ্চপদস্থ কর্তারা উপস্থিত ছিলেন। হাজির ছিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও। অনুষ্ঠান শেষে প্রেসিডেন্টের ঘনিষ্ঠমহলের আলোচনায় পিচের ব্যাপারটা ওঠে। জানা গিয়েছে, বোর্ডের নির্দেশ পেয়ে মোতেরা কিউরেটর প্রথমে হালকা আপত্তি তুলেছিলেন। বলার চেষ্টা করেছিলেন যে, শেষ মুহূর্তে পিচের চরিত্র পাল্টাতে গেলে তাতে হিতে-বিপরীত হতে পারে। কিন্তু তাঁর আপত্তি পাত্তা পায়নি। উল্টে বলা হয়, অস্ট্রেলিয়ার পিচে যদি ভারতীয়দের জন্য বাড়তি বাউন্সের ব্যবস্থা করা যেতে পারে, তা হলে ভারতে সম্ভব নয় কেন? নিছক টেস্ট সিরিজে ব্যাপারটা তো আর সীমাবদ্ধ নেই। এটা মর্যাদার যুদ্ধ। পাল্টা জবাবের লড়াই।
একই নির্দেশ ঠারেঠোরে দেওয়া হয়েছে সিএবিকেও। কলকাতায় সিরিজের তৃতীয় টেস্ট, যা শুরু হচ্ছে আগামী ৫ ডিসেম্বর থেকে। বোর্ড প্রেসিডেন্টের অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে ছিলেন সিএবি কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। তাঁকেই ব্যাপারটা জানানো হয়েছে। বিশ্বরূপ বলছিলেন, “বোর্ড যেমন চাইছে, সে রকমই পিচ দেওয়া হবে। সিলেবাস বোর্ড ঠিক করবে, আমরা নয়।” কিন্তু বেঁকে বসেছেন স্বয়ং ইডেন কিউরেটর। তাঁর সোজা কথা, “আগে বোর্ডের লিখিত নির্দেশ হাতে পাই। তার পর টার্নারে হাত দেব। বোর্ড বলুক, পিচে সেই দিন থেকে জল-টল দেওয়া বন্ধ করে দেব। রোল করব না।”
শেষ দশকে পিচের রকমফের
ইডেনে মোতেরায়
নভেম্বর ’০৪: দক্ষিণ আফ্রিকার
বিরুদ্ধে ৮ উইকেটে জয়। (টার্নার)
অক্টোবর ’০৩: নিউজিল্যান্ডের সঙ্গে ড্র।
(স্পোর্টিং উইকেট, পরের দিকে স্পিনারদের সাহায্য করেছে)
মার্চ ’০৫: পাকিস্তানের বিরুদ্ধে
১৯৫ রানে জয়। (স্পিন-সহায়ক)
ডিসেম্বর ’০৫: শ্রীলঙ্কার বিরুদ্ধে
২৫৯ রানে জয়। (স্পিন-সহায়ক)
নভেম্বর ’০৭: পাকিস্তানের
সঙ্গে ড্র। (ব্যাটিং উইকেট)
এপ্রিল ’০৮: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
ইনিংস ও ৯০ রানে হার। (পেসার-সহায়ক)
ফেব্রুয়ারি ’১০: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
ইনিংস ও ৫৭ রানে জয়। (স্পোর্টিং উইকেট)
নভেম্বর ’০৯: শ্রীলঙ্কার
সঙ্গে ড্র। (ব্যাটিং সহায়ক)
নভেম্বর ’১১: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে
ইনিংস ও ১৫ রানে জয়। (স্পোর্টিং উইকেট)
নভেম্বর ’১০: নিউজিল্যান্ডের
সঙ্গে ড্র। (স্পোর্টিং উইকেট)
সিএবি কর্তারা বলছেন, কিউরেটরকে বোঝানো হবে। কিন্তু তিনি এখানেই থামছেন না। বরং জানালেন, ক্রিকেট ম্যানুয়ালে কোথাও টার্নার তৈরির কথা লেখা নেই। আর কী ভাবে ‘টার্নার’ তৈরি করতে হয়, সেটাও তাঁর জানা নেই। সোমবার সিএবি-তে ইডেন কিউরেটর বলছিলেন, “পিচ নিয়ে এত কথা কেন হচ্ছে, বুঝে পাচ্ছি না। বিদেশের ভরাডুবির পাল্টা হিসেবে আমাদের টার্নার কেন দিতে হবে, সেটাও বুঝছি না। আমরা কি আগে বিদেশে গিয়ে জিতিনি?” সঙ্গে তাঁর সংযোজন, “ক্রিকেট ম্যানুয়ালে বলা আছে, ভাল উইকেট তৈরির কথা। যেখানে ভাল ক্রিকেট হবে। কোনও দিন শুনিনি, টার্নার তৈরির কথা বলা আছে।” রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ইডেনে সবুজ পিচ বানিয়ে ক্রিকেটমহলের প্রশংসা পেয়েছিলেন প্রবীর। বোর্ডের নির্দেশমতো রাতারাতি পিচের আমূল পরিবর্তন এখন করা যায় কি না, সেটাই দেখার।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.