পিঙ্কিকে ফাঁসানো হচ্ছে, বলছে ময়দান
হত, লজ্জিত, ক্ষুব্ধ ময়দান। সঙ্গে পাশে থাকার প্রতিশ্রুতি। দোহা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক মেডিক্যাল টেস্টে ‘পুরুষ’ প্রমাণিত হওয়ায় তাঁর বিরুদ্ধে পুলিশ এ বার ধর্ষণের অভিযোগ দায়ের করছে, এ খবর ছড়িয়ে পড়ার পর এটাই প্রতিক্রিয়া ক্রীড়া মহলের।
পিঙ্কির মতোই যে দুই মহিলা ক্রীড়াবিদ রাজ্যের ক্রীড়া উৎকর্ষ বাড়াতে সাহায্য করেছেন, তাঁরাও খবরটা শুনে ‘শকড্’। ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী বলছেন, “দুঃখজনক খবর।” আর তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় বললেন, “খারাপ লাগছে।
বেহালায় কালীপুজো উদ্বোধন করতে যাওয়ার পথেই আনন্দবাজারের কাছ থেকে খবরটা পেয়ে চমকে উঠলেন টেবল টেনিস খেলোয়াড় পৌলমী ঘটক। তাঁর প্রতিক্রিয়া, “দুঃখজনক খবর। এশিয়ান গেমস, সাফ গেমস এবং কমনওয়েলথ গেমস থেকে আনা ওর সোনার পদকগুলো কি এ বার কেড়ে নেওয়া হবে? ওগুলো কিন্তু পিঙ্কি ঘাম-রক্ত ঝরিয়েই এনেছে।”
পিঙ্কির পদক-ভাগ্য
অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট আদিল সুমারিওয়ালা জানিয়েছেন পিঙ্কির পদক কাড়ার প্রশ্ন এখনই উঠছে না। তাঁর তিন দফা যুক্তি:
১. যদি কলকাতার মেডিক্যাল প্যানেল ক্রোমোজোমের ভিত্তিতে পিঙ্কির লিঙ্গ নির্ধারণ করে থাকে তা হলে সেটা ঠিক হবে না। ভারতের লিঙ্গ নির্ধারণ নিয়ম মেনে পরীক্ষা হয়েছে কি না, খতিয়ে দেখা প্রয়োজন।
২. মেডিক্যাল প্যানেলের রিপোর্ট আগে ফেডারেশনের মেডিক্যাল কমিশনকে দিয়ে যাচাই করে দেখা হবে। ফেডারেশন ঝুঁকি নেবে না।
৩. রায় বিরুদ্ধে গেলেও পিঙ্কি মেডিক্যাল রিপোর্টকে চ্যালেঞ্জ করে আন্তর্জাতিক আরবিট্রেশন কাউন্সিলের কাছেও যাবার সুযোগ পাবেন।
পৌলমীর মতো প্রশ্ন জাগছে অনেকের মনেই। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদকের সঙ্গে পিঙ্কির গড়া রেকর্ডও কি এ বার বাতিল হবে? রাজ্য সংস্থা ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সচিব কমল মৈত্র বললেন, “পিঙ্কি এখনও দোষী প্রমাণিত হয়নি। মেডিক্যাল রিপোর্টও দেখিনি। আদালতে পিঙ্কি যদি পুরুষ বলে প্রমাণিত হয়, তা হলে ওর পদক কিংবা রেকর্ড কেড়ে নেওয়া হতে পারে। কিন্তু সেটা অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়া (এএফআই) আদালতের রায় জানার পর আলোচনা করে ঠিক করবে।” প্রসঙ্গত, এই মুহূর্তে এএফআই-এর যুগ্ম-সচিবের পদে রয়েছেন কমলবাবুই।
মাসখানেক আগে পুলিশ পিঙ্কিকে গ্রেফতারের পর থেকে তার জামিন পাওয়া পর্যন্ত যিনি সব সময় অভিভাবকের মতো পাশে থাকতেন সেই জ্যোতির্ময়ী শিকদারকে এ দিন ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাঁর ফোন বেজেই গিয়েছে। তবে বাংলার এই প্রাক্তন অ্যাথলিটের সঙ্গে সে দিন যাঁরা পিঙ্কির মুক্তির জন্য সোচ্চার হয়েছিলেন তাঁরা কিন্তু এ দিনও সোচ্চার। সুব্রত ভট্টাচার্য বললেন, “এশিয়ান গেমস থেকে সোনা এনেছে যে মেয়ে তাকে নিয়ে এত জলঘোলা কেন? ও কে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। এর পরে মেয়েটা যদি শান্তি সৌন্দরাজনের মতো আত্মহত্যার দিকে এগিয়ে যায় সে দায় কে নেবে?” প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদারও বিপদের দিনে পিঙ্কির পাশে। তাঁর প্রশ্ন, “কেন বারবার হেনস্তা করা হচ্ছে ওকে? এত দিন কেন প্রমাণ হল না ও পুরুষ। এটা চক্রান্ত। আমার লজ্জা করছে।” যদিও এ প্রসঙ্গে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ লায়লা দাস আগেই জানিয়েছিলেন, অতীতে পিঙ্কির পরীক্ষায় কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। সে কথা তুলে ধরে মহিলা ফুটবলের আর এক নক্ষত্র শান্তি মল্লিক বলছেন, “মর্মান্তিক খবর। বিচারের বদলে ওকে মর্যাদা দেওয়া হোক। আমরা পাশে রয়েছি।”




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.